Morning Headlines: বাগবাজার ঝুপড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, গৃহহারা কয়েকশো মানুষ, এপ্রিলের মধ্যেই রাজ্যে মিটতে পারে ভোট-পর্ব

Continues below advertisement
বাগবাজার (Bagbazar) ঝুপড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। পরপর সিলিন্ডার বিস্ফোরণ। দমকলের ২৭টি ইঞ্জিনের (Fire Engine) চেষ্টাতেও পুড়ে ছাই বাগবাজার ঝুপড়ি। শীতের রাতে গৃহহীন কয়েকশো। পাশের বহুতল, মায়ের বাড়ির একাংশেও আগুন। পুড়ে ছাই আসবাব, নথি। দিল্লিতে প্রাক্তন তৃণমূল সাংসদ কে ডি সিংহ (K.D.Singh) গ্রেফতার। বেআইনি লেনদেনের অভিযোগ। বাড়ি থেকে ১০ হাজার ডলার, ৩২ লক্ষ টাকা বাজেয়াপ্তের দাবি ইডির (ED)। শনিবার পর্যন্ত হেফাজত। 'কান টানলেই মাথা আসবে', কে ডি-র গ্রেফতারিতে খোঁচা শুভেন্দুর (Suvendu Adhikari)। দোষ করেছে, তাই গ্রেফতার, দাবি সৌগতর। বোঝাপড়া দেখছেন বাম-কংগ্রেস। অভিযোগ ওড়ালেন কেডি। তৃণমূলে আরও কোণঠাসা শিশির (Sisir Adhikari)। সরানো হল পূর্ব মেদিনীপুর জেলা সভাপতির পদ থেকে। জেলা সভাপতি সোমেন মহাপাত্র (Somen Mahapatra)। এপ্রিলের মধ্যেই রাজ্যে মিটতে পারে ভোট-পর্ব। আসবে সর্বোচ্চ কেন্দ্রীয় বাহিনী। বাড়ছে বুথ, খবর কমিশন সূত্রে। ভোটের কাজে গাফিলতি থাকলেই অপসারণের নির্দেশ। রাজ্যে একদিনে করোনা (Corona) আক্রান্ত ৭২৩, ১৮ জনের মৃত্যু। করোনা আক্রান্ত হওয়ার পর হঠাৎ শ্বাসকষ্ট, বাড়িতেই আরজিকরের চিকিৎসকের মৃত্যু। ভ্যালিডিটি ৬ মাস। রাজ্যে ভ্যাকসিন এল তৈরির ২ মাস পর। হাতে থাকা ৪ মাসের মধ্যেই ব্যবহার করতে হবে কোভিশিল্ডের সব ডোজ। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, বলছেন চিকিৎসকরা। গঙ্গাসাগর মেলায় ছাড়পত্র দিল হাইকোর্ট। ১৮ জানুয়ারি থেকে মেট্রোয় লাগবে না ই-পাস (E-Pass)।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram