Morning Headlines: নির্বাচনের আগে এবার আরও কড়া Election Commission, BJP-র আদি-নব্যের লড়াইয়ে রণক্ষেত্র বর্ধমান ও অন্য খবর

Continues below advertisement
ভোটে হিংসায় এবার জিরো টলারেন্স। কোনও অফিসারের গাফিলতি থাকলে আর বদলি নয়, সাসপেন্ড করা হবে। ডিএম (DM), এসপি (SP)-দের বৈঠকে হুঁশিয়ারি নির্বাচন কমিশনের (Election Commission)। আইন শৃঙ্খলা নিয়ে রাজ্যের রিপোর্টে সন্তুষ্ট নয় ফুল বেঞ্চ। নির্দেশ পালন না হলে কী করতে হবে জানা আছে, জানিয়ে দিল কমিশন। ভোট হোক শান্তিপূর্ণ, দাবি জানাল বিরোধীরা। বিজেপির (BJP) আদি বনাম নব্যের লড়াইয়ে রণক্ষেত্র বর্ধমান (Burdwan)। পার্টি অফিসে তাণ্ডব। সামনে দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন। বর্ধমানে বিজেপির অফিসে হামলার ঘটনায় ৭ দলীয় কর্মী আটক। অস্বস্তির মুখে হামলাকারীদের পরিচয় নিয়ে দলেই ভিন্নমত। এভাবেই শেষ হবে গোটা দল, খোঁচা অনুব্রতর (Anubrata Mondal)। পুরনোদের গুরুত্ব না দেওয়ার অভিযোগে আসানসোলেও (Asansol) ধুন্ধুমার। মেনন-বাবুলের সামনেই বিক্ষোভ। পরে বাবুলের (Babul Supriyo) আশ্বাসে নিয়ন্ত্রণে। শুভেন্দুর (Suvendu Adhikari) সভা ঘিরে উত্তপ্ত কেশপুর। আনন্দপুরে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের (TMC) পার্টি অফিসে হামলা, লুঠপাটের অভিযোগ। এখনও মেলেনি গেরুয়া শিবিরের প্রতিক্রিয়া। কমিশনে গিয়ে বিএসএফের (BSF) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের। ভিত্তিহীন অভিযোগ পার্থর, সততার কথা মনে করিয়ে কড়া বিবৃতি বিএসএফের। মনোবল ভাঙার চেষ্টা, মনে করছেন প্রাক্তনীরা। ভয়েই প্রলাপ তৃণমূলের, কটাক্ষ বিজেপির। আগের পদ্ধতিতেই লোকসভা ভোট তাহলে কি করে এত আসন বিজেপির? পাল্টা তৃণমূল। চন্দননগরে বিজেপির র‍্যালিতে গোলি মারো স্লোগান। নেতাসহ গ্রেফতার ৩। তৃণমূলের মিছিলে একই স্লোগানে কেন গ্রেফতার নয়? প্রশ্ন বিজেপির। পুলিশ নিজেদের কাজ করেছে, পাল্টা সৌগত (Saugata Roy)। এবার রায়দিঘিতে দেবশ্রীকে আক্রমণে শোভন-বৈশাখী। বিজেপিতে যাওয়ার জল্পনা বাড়িয়ে শুভেন্দুর সঙ্গে কথা রুদ্রনীলের (Rudranil Ghosh)। শুভেন্দু আসার আগেই ফিরলেন রাজীব-রথীন। কেশপুরের (Keshpur) সভায় মমতাকে (Mamata Banerjee) আক্রমণে শুভেন্দু। বুদ্ধদেবকে সৎ বলে প্রশংসা। গরু পাচারকাণ্ডে (Cattle Smuggling Case) যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রের ভাই বিকাশকে সিবিআইয়ের (CBI) ম্যারাথন জিজ্ঞাসাবাদ।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram