Morning Headlines: কুলতলি থেকে 'ইঞ্চিতে ইঞ্চিতে বদলা'-র হুঁশিয়ারি Abhishek Banerjee-র, 'নেতাজিকে অপমান করেছেন মমতাই', বলছেন Kailash Vijayvargiya

Continues below advertisement
আগামীদিনে ক্ষমতায় এলে ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেব। কুলতলির সভা থেকে হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। শান্তি সমৃদ্ধির বদলে মুখে এখন বদলের কথা, কটাক্ষ বিজেপির (BJP)। বিস্ফোরক অভিযোগ অভিষেকের। আজ তমলুকে জবাব দেব, পাল্টা শুভেন্দু (Suvendu Adhikari)। কুলতলিতে অভিষেকের সভায় গরহাজির জয়নগরের তৃণমূল সাংসদ। আমন্ত্রণ জানানো হয়নি, তাই যাইনি, প্রতিক্রিয়া প্রতিমা মণ্ডলের। আমন্ত্রণ জানানো হয়েছিল, পাল্টা শওকত মোল্লা। ভিক্টোরিয়ায় জয় শ্রীরাম স্লোগান দিয়ে নেতাজিকেই অপমান। বক্তৃতা না দিয়ে প্রতিবাদ মমতার, মন্তব্য অভিষেকের। নেতাজিকে অপমান করেছেন মমতাই, পাল্টা কৈলাস (Kailash Vijayvargiya)। ভিক্টোরিয়ায় মুখ্যমন্ত্রীকে অপমানের অভিযোগে গড়িয়া হাটে একক প্রতিবাদ কবীর সুমনের (Kabir Suman)। দেশকে অপমান, প্রতিক্রিয়া সুগতর। রামকে নিয়েও রসিকতা করা যায়? প্রশ্ন কৌশিকের। অবাধ ভোটে নিরপেক্ষ থাকুক প্রশাসন, ট্যুইট রাজ্যপালের (Jagdeep Dhankar)। বিধানসভা ভোটে থাকতে পারে ১০০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কমিশন সূত্রে খবর। আজ জাতীয় ভোটার দিবসে চালু ই-এপিক কার্ড। মহারাষ্ট্রের আলিবাগে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বরুণ ধাওয়ান ও নাতাশা দালাল।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram