Morning Headlines: তমলুকের সভা থেকে Abhishek Banerjee-র আক্রমণের জবাব Suvendu Adhikari-র, তুললেন তাঁর সম্পত্তির প্রসঙ্গও

Continues below advertisement
নারদ কাণ্ডে (Narad Scam) কে ডি সিংকে নিয়োগ করছিল ভাইপোই। তমলুকের সভা থেকে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)। টাকা দিতে এলে আপনিই বা কেন নিলেন? পাল্টা প্রশ্ন কুণালের (Kunal Ghosh)। সম্পত্তি নিয়ে অভিষেককে আক্রমণে শুভেন্দু। ১৬ ফেব্রুয়ারির পর কালীঘাটে পদ্ম ফোটানোর হুমকি। আগে করে দেখান, পাল্টা তৃণমূল। ভিক্টোরিয়ায় জয় শ্রীরাম স্লোগান, পুড়শুড়ায় জবাব মমতার (Mamata Banerjee)। এত স্পর্শকাতর কেন মুখ্যমন্ত্রী? খোঁচা বিজেপির। হুগলিতে জল্পনা বাড়িয়ে মমতার সভায় গরহাজির প্রবীর। ট্রেন দাঁড়িয়ে আছে, যে যাওয়ার তাড়াতাড়ি চলে যান, হুঁশিয়ারি নেত্রীর। সবাই কেন একে একে দল ছাড়ছেন? পাল্টা বিজেপি। তমলুকে শুভেন্দুর রোড শো। চ্যালেঞ্জ ছুঁড়ে এবার অধিকারী গড়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৬ ফেব্রুয়ারি কাঁথিতে করতে পারেন জনসভা। প্রস্তুতিতে তৃণমূল নেতৃত্ব। এবার পদ থেকে অপসারিত নদিয়া তৃণমূলের সহ-সভাপতি। দলবিরোধী কাজের অভিযোগ। সহ-সভাপতি মানে ভাইপো বলেই এতদিন জানতাম, কটাক্ষ নেতার। অসুস্থ সমবায় মন্ত্রী অরূপ রায় (Arup Roy)। দেখতে হঠাৎ উডল্যান্ডসে রাজীব বন্দ্যোপাধ্যায়। দেখতে গেলেন রাজ্যপালও। বাম-কংগ্রেসে আসন রফা নিয়ে জট কাটার ইঙ্গিত। আগের ভোটে জেতা ৭৭টি আসনে যার যেখানে জয়, সেখানে সেই দলে প্রার্থী। বাকি ২১৭ আসনে এগিয়ে থাকার নিরিখে আসন বণ্টনের সিদ্ধান্ত। ভিক্টোরিয়া কাণ্ড থেকে দেবলীনা-সায়নীকে ধর্ষণের হুমকি। প্রতিবাদে মেট্রো চ্যানেলে বিশিষ্টদের প্রতিবাদ। কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদে বিধানসভায় প্রস্তাবের প্রস্তুতি তৃণমূলের। ১০ ফেব্রুয়ারি থেকে ফের খুলছে বেলুড় মঠের (Belur Math)দরজা। সকালে ও বিকেলে দু'দফায় ঢুকতে পারবেন দর্শনার্থীরা। মানতে হবে করোনা বিধি।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram