Morning Headlines: দিল্লিতে Israel Embassy-র সামনে বিস্ফোরণের জেরে Amit Shah-র বঙ্গ সফর বাতিল, দমদম ক্যান্টনমেন্টে স্টেশন সংলগ্ন বাজারে আগুন
Continues below advertisement
গভীর রাতে দমদম ক্যান্টনমেন্টে স্টেশন সংলগ্ন বাজারে আগুন। ভস্মীভূত ১০০টির বেশি দোকান। দমকলের ৯টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের (Israel Embassy) সামনে বিস্ফোরণ। শেষ মুহূর্তে অমিত শাহের (Amit Shah) বঙ্গ সফর বাতিল। অমিত শাহের বদলে ডুমুরজলার কর্মসূচিকে অন্য নেতা, জানালেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। লালকেল্লা তাণ্ডবের পর এবার বিস্ফোরণে কাঁপল দিল্লি। ইজরায়েলি দূতাবাসের সামনে গাড়ি থেকে ছোড়া হল আইইডি (IED)। মন্ত্রিত্ব, বিধায়ক পদে ইস্তফার পরে তৃণমূলও ছাড়লেন রাজীব (Rajib Banerjee)। বিধানসভায় অধ্যক্ষের কাছে পদত্যাগপত্র, বেরলেন মমতার (Mamata Banerjee) ছবি নিয়ে। শুধুই নাটক, খোঁচা তৃণমূলের। রাজীব, বৈশালী, প্রবীর, রথীন - একসঙ্গে চার নেতা যাচ্ছেন হাওড়ায় বিজেপির যোগদান সভায়। শুভেন্দুর (Suvendu Adhikari) সঙ্গে বৈঠক, গেলে দলের কোনও ক্ষতি হবে না, কটাক্ষ তৃণমূলের। রাজীবের দলত্যাগের দিনেই কালীঘাটে বৈঠকে মমতা। ১ ফেব্রুয়ারি থেকে ভোটের কাজে ঝাঁপিয়ে পড়তে সাংসদদের নির্দেশ। আপাতত কম সাংসদকে দিল্লি যাওয়ার নির্দেশ। অনুব্রতর স্লোগানকেই হাতিয়ার করে এবার চ্যালেঞ্জ বিজেপির, পাল্টা হুঁশিয়ারি তৃণমূলের। এবার রাজনীতিতে চন্দননগরের সিপি? ভোটের মুখে জল্পনা বাড়িয়ে হঠাৎ হুমায়ুন কবীরের ইস্তফা। দেখালেন ব্যক্তিগত কারণ। কলকাতা ছাড়া ১১১টি পুরসভায় দ্রুত ভোট চায় হাইকোর্ট। সরকারের সঙ্গে কমিশনকে আলোচনা করার নির্দেশ। টাওয়ার চিটফাণ্ড কাণ্ডে এবার সিবিআইয়ের নজরে জাদুকর পিসি সরকার (PC Sorkar)। সোমবার বাজেট। ভালো আছেন সৌরভ (Sourav Ganguly)। সব ঠিক থাকলে রবিবার ছাড়া পেতে পারেন হাসপাতাল থেকে।
Continues below advertisement
Tags :
Dumdum Cantonment Explosion In Delhi Israel Embassy Morning Headlines Fire Kolkata WB Polls 2021 With ABP Ananda WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC BJP Congress West Bengal Elections With ABP Ananda WB Elections With ABP Ananda West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Polls WB Election Bengal Polls West Bengal Elections West Bengal Election WB Polls 2021 West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election Mamata Banerjee Bengal Election 2021 Bengal Elections Amit Shah