Morning Headlines: আজ রাজ্যের অন্তর্বর্তী বাজেট, TET-দুর্নীতি নিয়ে বিস্ফোরক বিজেপিতে যোগ দেওয়া কালনার বিধায়ক

Continues below advertisement
টেটে (TET) দুর্নীতির অভিযোগে বিস্ফোরক বিজেপিতে যোগ দেওয়া কালনার বিধায়ক। প্রাথমিক টেটের নিয়োগে দুর্নীতির অভিযোগ খারিজ মন্ত্রী স্বপন দেবনাথের (Swapan Debnath)। মানহানির মামলার হুঁশিয়ারি প্রাক্তন বিধায়কের। তৃণমূলের বিকল্প আরও উন্নততর তৃণমূল। ভোটের মুখে নয়া স্লোগান তৃণমূল নেত্রীর (Mamata Banerjee)। মানুষ কেন্দ্র ও রাজ্য দুই জায়গাতেই একই সরকার চায়, পাল্টা বিজেপি (BJP)। বলতে উঠতেই দাবি দাওয়া নিয়ে সরব, কসবায় এসসি (SC), এসটি (ST) সেলের সম্মেলনে মেজাজ হারালেন মমতা। চারিদিকে শুধু ভয়। তৈরি হয়েছে জরুরি অবস্থার মতো পরিস্থিতি। আইনশৃঙ্খলা নিয়ে ফের আক্রমণে রাজ্যপাল (Jagdeep Dhankar)। সাহস থাকলে সুপারিশ করুন, চ্যালেঞ্জ তৃণমূলের। ফুরফুরা শরিফের আব্বাস সিদ্দিকির সঙ্গে জোটে সওয়াল। সনিয়াকে চিঠি মান্নানের (Abdul Mannan)। অনুমতি পেলে আলোচনা, জোট হলে দল লাভবান হওয়ার দাবি। সিঙ্গাপুর থেকে ঘুরপথে আসা টাকায় মেট্রো ডেয়ারি কেনার অভিযোগ। কেভেন্টারের মাঝেরহাটের অফিসে ইডির তল্লাশি। প্রভাবশালী যোগের অভিযোগ। প্রতিক্রিয়া মেলেনি সংস্থার। সিবিআইয়ের পর এবার কয়লা পাচারকাণ্ডে তদন্তে সিআইডি। ইসিএলের অভিযোগের ভিত্তিতে আজই আসানসোলে বিশেষ টিম, ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে দাবি কুণালের (Kunal Ghosh)। জোড়াবাগানে নাবালিকার রহস্যমৃত্যুর ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত বিজেপি। উত্তেজনা তৈরির চেষ্টা রুখে দিয়েছে এলাকাবাসী, দাবি তৃণমূলের। মামারবাড়ি বেড়াতে এসে জোড়াবাগানে নাবালিকার রহস্যমৃত্যু। পাশের বহুতলের সিঁড়ি থেকে দেহ উদ্ধার। যৌন নির্যাতন করে খুনের অভিযোগ। কৃষক আন্দোলনে সমালোচনার মুখে গাজিপুরে রাস্তার পেরেক তুলল পুলিশ। সরকারি থেকে বেসরকারি, ১২ ফেব্রুয়ারি থেকে রাজ্যে খুলছে স্কুল। নবম থেকে দ্বাদশ পর্যন্ত ক্লাস। একসঙ্গে এক ঘরে বসানো যাবে না সবাইকে। ১১ জুলাই জয়েন্ট এন্ট্রান্স। ভোটের আগে আজ রাজ্যের অন্তর্বর্তী বাজেট।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram