Kolkata: ‘অর্ডিনারি MBBS’ রায় দিতে গিয়ে চিকিৎসকের সম্পর্কে 'বেফাঁস মন্তব্য', ক্ষমা চাইলেন রাজ্য স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান

Continues below advertisement
রায় দিতে গিয়ে চিকিৎসক সম্পর্কে বেফাঁস মন্তব্য করার জন্য ক্ষমা চাইলেন রাজ্য স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান। মঙ্গলবার রিপন স্ট্রিটের হেরিটেজ নার্সিং হোমকে ১০ লক্ষ টাকা জরিমানা করে স্বাস্থ্য কমিশন। নার্সিং হোমের কর্ণধার তথা চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এমবিবিএস (MBBS) পাস করেই তিনি নিজেকে স্ত্রী রোগ বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিতেন। তিনি এক প্রসূতির অস্ত্রোপচার করার পর তাঁর রক্তক্ষরণ শুরু হয়। এরপর আরও দু'বার অস্ত্রোপচার করেন তিনি। বর্তমানে ওই প্রসূতি কোমায় রয়েছেন। বিষয়টি নিয়ে স্বাস্থ্য কমিশনে (West Bengal Clinical Establishment Regulatory Commission) অভিযোগ দায়ের হয়। রায় দিতে গিয়ে ওই চিকিৎসককে অর্ডিনারি এমবিবিএস বলে উল্লেখ করেন রাজ্য স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram