Morning Headlines: প্রয়াত Diego Maradona, ‘দেখা হবে আকাশে’ মৃত্যুতে ট্যুইট পেলের
Football হারাল রাজপুত্রকে। Arjentina-র Buenos Aires-র বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত Diego Maradona। বয়স হয়েছিল ৬০। শোকের ছায়া বিশ্ব ফুটবলে। Fidel-র মৃত্যুদিনেই বিশ্ব হারাল ফুটবলের রাজপুত্রকে। আশা করি, আবার আকাশে গিয়ে ফুটবল খেলব, মারাদোনার মৃত্যুতে ট্যুইট পেলের। দিয়েগোর সঙ্গে ছবি ট্যুইট Neymar-র। ‘আমার হিরো আর নেই’, মারাদোনার সঙ্গে তোলা ছবি ট্যুইট Sourav Ganguly-র। শুধু ফুটবলার নন, তৃতীয় বিশ্বের মুখ মারাদোনা, প্রতিক্রিয়া ব্রাত্যর।
সারা পশ্চিমবঙ্গে আমিই একমাত্র observer, একুশের ভোটের আগে বাঁকুড়ায় সভা থেকে হুঙ্কার Mamata Banerjee-র। মোদির নেতৃত্বেই বাংলা গঠন, পাল্টা Kailash Vijayvargiya। বাঁকুড়ায় তৃণমূলই জিতবে সব আসন, লকডাউনের পর প্রথম দলীয় সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ মমতার। বীরভূমে ১১টি আসনেই বাজিমাত, পাল্টা Dilip Ghosh। বিজেপিতে শুভেন্দু ঘনিষ্ঠ। করোনা আবহে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের সিলেবাসে কাটছাঁট, কমছে ৩০ থেকে ৩৫ শতাংশ। আপাতত বন্ধই থাকছে স্কুল (School), কলেজ (College) নিয়ে উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী। দেশে করোনায় বাড়ল দৈনিক মৃত্যু ও সংক্রমণ, কমল দৈনিক সুস্থতা। রাজ্যের আবেদনে সাড়া। এবার ১ ডিসেম্বর থেকে জেলায় লোকাল চালাতে চেয়ে পূর্ব রেলের চিঠি। আজ বামেদের ডাকে দেশজুড়ে ধর্মঘট, পাশে Congress ও সঙ্গে অন্য খবর।