Morning Headlines: আজ জলপাইগুড়িতে মমতার (Mamata Banerjee) সভা, মালদায় দিলীপের, সংঘাতের মধ্যেই সন্ধেয় জিতেন্দ্র-ফিরহাদ বৈঠক

Continues below advertisement

রাজ্য সুরক্ষা ছাড়ার পরেই এবার কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)? জেড ক্যাটাগরির সুরক্ষা দেওয়ার ভাবনা স্বরাষ্ট্রমন্ত্রকের। আজ হলদিয়ার সভা ঘিরে জল্পনা।
রাজনীতির জন্যই নিতে দেওয়া হয়নি কেন্দ্রের টাকা। তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে পুরমন্ত্রীকে বিস্ফোরক চিঠি জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwari)। যা পেয়েছেন, তার কথা লুকোচ্ছেন কেন?, পাল্টা ফিরহাদ (Firhad Hakim)। বঞ্চনার অভিযোগে শুভেন্দু-রাজীবের পর এবার বেসুরো জিতেন্দ্র তিওয়ারি। এতদিন পর হঠাৎ কেন চিঠি? প্রশ্ন ফিরহাদের। BJP-র অভিযোগেই সিলমোহর জিতেন্দ্রর, বললেন বাবুল। ভূতের মুখে রাম নাম, আসানসোলের পুর প্রশাসককে কটাক্ষ Dilip Ghosh-র। পাল্টা কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ ফিরহাদের।
তৃণমূল সরকারের বিরুদ্ধেই সরব তৃণমূলের পুর প্রশাসক, সংঘাতের মধ্যেই জিতেন্দ্রকে ফোন ফিরহাদের। আজ সন্ধে ৬টায় ক্যামাক স্ট্রিটে বৈঠক, থাকতে পারেন প্রশান্ত কিশোর।
জলপাইগুড়িতে কোর কমিটির বৈঠকে মমতা। হাজির বিক্ষুব্ধ অনন্ত অধিকারীও। বিজেপিকে হারাতে সর্বশক্তি দেওয়ার নির্দেশ। উত্তরবঙ্গে অন্তত ৫০টি আসনে জয়, পাল্টা দিলীপ।
RSS প্রধানের পরদিনই তেজেন্দ্র নারায়ণের বাড়িতে তৃণমূল। এক ঘণ্টা কথা। বঙ্গধ্বনি কর্মসূচির জন্যই সাক্ষাৎ, জানালেন মনীশ।
BSF-র পর গরু পাচারকাণ্ডে মালদা সীমান্তে কর্মরত SSI কনস্টেবলকে তলব CBI-র।
বাড়ির সামনে বেপরোয়া গাড়ির ধাক্কা, গড়ফায় মৃত এক।
রাজ্যে একদিনে Corona আক্রান্ত ২ হাজারের নীচে। ৪৩ জনের মৃত্যু।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram