West Bengal Election 2021: 'যে সংস্কৃতি নিয়ে গর্ব করি, সেই বাংলায় এমন ঘটনা খুব খারাপ', জানালেন JP Nadda-র স্ত্রী তথা বাঙালি কন্যা মল্লিকা বন্দ্যোপাধ্যায়
Continues below advertisement
একটু ভালো করে ছবিগুলি খুঁটিয়ে দেখলেই রহস্য উন্মোচিত হবে। টোপর পরা ব্যক্তিকে চিনতে অসুবিধা হচ্ছে? ইনি জগৎপ্রকাশ নাড্ডা, BJP-র সর্বভারতীয় সভাপতি। পাশে একেবারে বাঙালি কনের বেশে যিনি, তিনি মল্লিকা বন্দ্যোপাধ্যায়। যিনি এখন মল্লিকা নাড্ডা, JP Nadda-র স্ত্রী। অর্থাৎ বাংলার জামাইয়ের কনভয়ে হামলার ঘটনা ঘিরেই এখন তোলপাড় গোটা দেশ। আর স্বামীর কনভয়ে হামলার ঘটনায় বেজায় ক্ষুন্ধ বাঙালি কন্যা মল্লিকা। 'যে সংস্কৃতি নিয়ে আমরা গর্ব করি, সেই বাংলায় এমন ঘটনা হওয়ায় খুব খারাপ লাগছে। যেখানে বাক স্বাধীনতা নিয়ে কথা হয়, সেখানে এমন ঘটনা কখনোই কাম্য নয়', জানালেন মল্লিকা।
Continues below advertisement
Tags :
Mallika Nadda Mallika Banerjee Convoy Attack Of JP Nadda Bengal WB Polls 2021 With ABP Ananda TMC BJP Congress WB Election 2021 WB Elections With ABP Ananda WB Elections West Bengal Elections With ABP Ananda WB Elections 2021 WB Election Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Polls Mamata Banerjee Bengal Election 2021 Bengal Elections JP Nadda