Morning Headlines: নাড্ডার কনভয়ে হামলা, রিপোর্ট তলব স্বরাষ্ট্রমন্ত্রকের, ‘মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ’ পাল্টা অভিষেক , সঙ্গে আরও খবর
ডায়মন্ড হারবার যাওয়ার পথে JP Nadda-র কনভয়ে হামলা। রাস্তা অবরোধ তৃণমূলের। শিরাকোল ছাড়তেই গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি। আহত একাধিক বিজেপি নেতা। BJP-র সর্ব ভারতীয় সভাপতিকে গো ব্যাক স্লোগান, আহত কৈলাস বিজয়বর্গীয়। নাড্ডা, কৈলাস, দিলীপ, মুকুলের গাড়ি ভাঙচুর। ইটের ঘায়ে ভাঙল এবিপি আনন্দর গাড়ির কাচ। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে রাজ্যপালের কাছে রিপোর্ট চাইল স্বরাষ্ট্রমন্ত্রক। মুখ্যসচিবকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের। নাড্ডার নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ, সূত্রের খবর। গাড্ডায় পড়েছেন নাড্ডা, আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। ডায়মন্ড হারবারে যাওয়ার পথে সরিষায় অটোচালককে মারধরের অভিযোগ নাড্ডার কনভয়ের নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে। চোট লেগেছে হাতে, দাবি অটো চালকের। নাড্ডার কনভয়ে হামলার প্রতিবাদে রাজ্যজুড়ে প্রতিবাদ। কেষ্টপুরে আগুন জ্বালিয়ে প্রতিবাদ। শিক্ষাখাতে বরাদ্দ থেকে কলকারখানার সংখ্যা, মমতার (Mamata Banerjee) আমলে সবই উর্দ্ধমুখী। ১০ বছরের কাজের রিপোর্ট কার্ড পেশ TMC-র। লাভ হবে না, কটাক্ষ বিজেপির। আজ উচ্চ প্রাথমিকে নিয়োগ মামলার রায়। চাকরির মেধা তালিকায় দুর্নীতির অভিযোগে মামলা নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ। ভ্যাকসিন বণ্টনে এবার ব্লক স্তরেও টাস্ক ফোর্স। কেন্দ্রের নির্দেশের পর বিজ্ঞপ্তি জারি স্বাস্থ্য দফতরের।