Morning Headlines: হালিশহরে বিজেপি নেতা খুন, হত্যালীলার পরিণাম হবে ভয়ঙ্কর, সরাসরি মমতাকে নিশানা, সঙ্গে আরও খবর

Continues below advertisement
হালিশহরে বিজেপি নেতাকে পিটিয়ে কুপিয়ে খুন। কয়েকজন আহত। দলীয় কর্মসূচিতে TMC-র হামলার অভিযোগ। কল্যাণী হাসপাতালে বিক্ষোভ। খুনের অভিযোগ অস্বীকার তৃণমূলের। 
বাংলায় চলছে বিরোধীদের হত্যালীলা পরিণাম হবে ভয়ঙ্কর। হালিশহর-কাণ্ডে সরাসরি মমতাকে নিশানা পেট্রোলিয়াম মন্ত্রীর। BJP-র গোষ্ঠীদ্বন্দ্বেই খুন। পাল্টা তৃণমূল।  
নাড্ডার কনভয়ে হামলা। মুখ্যসচিব-ডিজিপিকে তলবের পর আরও সংঘাতে কেন্দ্র-রাজ্য। নিরাপত্তার দায়িত্বে থাকা তিন আইপিএস-এর রিপোর্ট তলব। নবান্নে চিঠি স্বরাষ্ট্র দফতরের। 
এভাবেই আইপিএস-দের ডাকা যায় না। কেন্দ্রীয় সরকারের পাল্টা রাজ্য। মুখ্যসচিব-ডিজিপিকে তলবের এক্তিয়ার ঘিরে স্বরাষ্ট্রসচিবকে চিঠি কল্যাণের। 
এক পোস্টারে শুভেন্দু-রাজীব। রামরাজাতলায় আমরা দাদার অনুগামী পোস্টারে দুই নেতার উপস্থিতি ঘিরে নতুন করে জল্পনা। গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। 
কাঁথিতে তৃণমূল কার্যালয়ের ভোলবদল। শুভেন্দুর নামে নতুন সহায়তা কেন্দ্রের রঙ বদলে গেরুয়া। ত্যাগের রঙ, মন্তব্য কণিষ্ক পণ্ডার। কারা করেছে, খোঁজ নেবো প্রতিক্রিয়া অখিল গিরি।
রাজ্যে অমিত সফরের আগে ঠাকুরনগরে কৈলাস। মতুয়াদের সঙ্গে কথা। মান ভাঙাতে শান্তনুর সঙ্গে বৈঠক। দু'দিনের সফরে কলকাতায় মোহন ভাগবত একাধিক কর্মসূচি। 
বিজেপি-র রবীন্দ্র অস্বস্তি, রাজ্যে আসছেন ওয়াইসি।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram