Morning Headlines: বেসুরো তৃণমূল-ঘনিষ্ঠ Rudranil Ghosh, এসপ্তাহে ফের রাজ্যে আসছেন JP Nadda ও সঙ্গে অন্য খবর দেখুন 'ফটাফট'-এ

Continues below advertisement
Morning Top News:  জন্মদিনেই সক্রিয় রাজনীতিতে নামার জল্পনা জোরাল করলেন রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। কিন্তু, কোন দলের হয়ে রাজনীতিতে নামতে পারেন তিনি? তৃণমূল না বিজেপি? তা স্পষ্ট করেননি তিনি। এর মধ্যেই সন্ধেয় রুদ্রনীলের বাড়িতে যান শঙ্কুদেব পণ্ডা। জল্পনা বাড়িয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি হয়েছেন অভিনেতা। রাজ্যপালের সঙ্গে সংঘাতের আবহে নবান্ন থেকে হঠাৎ রাজভবনে মুখ্যমন্ত্রী। ফুল ও মিষ্টি সঙ্গে নিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ১ ঘণ্টা ধরে বৈঠক। সৌজন্য সাক্ষাৎ, জানানো হল নবান্ন সূত্রে। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। চিঠিতে নোডাল অফিসার নিয়োগ করার অনুরোধ করা হয়েছে। রাজ্য সরকার সহযোগিতা করলেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। ভাইপো বলে আক্রমণ করে দুর্নীতির অভিযোগ। বাবুলকে আইনি নোটিস অভিষেকের। ৭২ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে আদালত অবমাননার মামলার হুঁশিয়ারি। আইনি পথেই জবাব, পাল্টা বাবুল। আমফান ক্ষতিপূরণে দুর্নীতির অভিযোগ, CAG দিয়ে তদন্তের নির্দেশে ফের হাইকোর্টে রাজ্য, পুনর্বিবেচনার অনুরোধ। কেলেঙ্কারি ছাপার চেষ্টা, কটাক্ষ বিরোধীদের। জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার (Jute Corporation of India Limited) চেয়ারম্যান শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এসপ্তাহে ফের রাজ্য সফরে আসছেন জেপি নাড্ডা। কটাক্ষ করেছে তৃণমূল। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে খুন করা হয়েছিল জুনিয়র মৃধাকে (Junior Mridha)। হত্যাকাণ্ডে জড়িত আরও ২ জন। প্রিয়ঙ্কাকে জেরা করে দাবি CBI-র। বয়ানে অসঙ্গতির অভিযোগ।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram