বিস্ফোরণে চোখ নষ্ট হয়ে যাওয়া যুবকের পাশে মুদিয়ালি ক্লাব, সাহায্য ক্যান্সারে আক্রান্ত শিশুকেও
করোনাকালে অন্য পুজো। মুদিয়ালির এবারের থিম ছিল দায়বদ্ধতা। কথা দিয়ে কথা রাখল ক্লাব কর্তৃপক্ষ। পূর্ব মেদিনীপুরের দুই বাসিন্দার পাশে দাঁড়াল তারা।
মানুষ মানুষের জন্য.... ।
আপদে-বিপদে একে অপরের পাশে থাকা...। সাহায্য করা।
৮৬ তম বর্ষের পুজোয় এই বার্তাই এবার দিয়েছে মুদিয়ালি ক্লাব।
কথা রাখল তারা।
বাড়িয়ে দিল সাহায্যের হাত।
পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার রাহুল দে।
বয়স যখন ১৩, বল ভেবে খেলতে গিয়ে কৌটো বোমা বিস্ফোরণে হারিয়ে গিয়েছে দুই চোখের আলো! কিন্তু স্বপ্ন দেখা আটকাবে কে!
রাহুলের স্বপ্ন শিক্ষক হওয়ার, কিন্তু উচ্চমাধ্যমিকের পর অর্থাভাবে থমকে যায় পড়াশুনো। এবিপি আনন্দে মুদিয়ালি ক্লাবের থিমের কথা জানতে পেরে নিভু স্বপ্ন যেন ফের জ্বলে ওঠে। সাহায্যের আবেদন জানায় সে।
বাকি জানতে ভিডিওটি দেখুন...
Tags :
Mudiali Club Help Mudiali Special Puja Humanity ABP Ananda LIVE Abp Ananda Durga Puja East Midnapore