'২৭ কোটি অনাদায়ী' বন্ধ হল মুর্শিদাবাদের আয়েশবাগ সমবায় কৃষি উন্নয়ন সমিতি ব্যাঙ্ক, মাথায় হাত গ্রাহকদের
Continues below advertisement
আপদে বিপদে ভরসার জায়গা ছিল এই ব্যাঙ্ক। পাঁচ হাজারের বেশি মানুষ টাকা গচ্ছিত রেখেছিলেন এখানে। কিন্তু ভরসার সেই জায়গাতেই এখন ঘোর দুশ্চিন্তা। নভেম্বরের শেষ সপ্তাহ থেকে বন্ধ হয়ে রয়েছে মুর্শিদাবাদের আয়েশবাগ সমবায় কৃষি উন্নয়ন সমিতি ব্যাঙ্ক। দেখা নেই ব্যাঙ্ক কর্তৃপক্ষের। ফলে মাথায় হাত গ্রাহকদের। জেলা সমবায় ব্যাঙ্ক সূত্রে খবর, অসীম ভট্ট নামে স্থানীয় এক তৃণমূল নেতা ওই ব্যাঙ্ক থেকে কয়েক দফায় ২৭ কোটি টাকা ধার নিয়েছিলেন। ব্যাঙ্কের ধার শোধ করেননি তৃণমূল নেতা। অন্যদিকে জেলা সমবায় ব্যাঙ্ক থেকে ২৭৫ কোটি টাকা ধার নিয়েছিল ব্যাঙ্ক। সেই টাকাও শোধ হয়নি। বিপুল পরিমাণ অনাদায়ী ঋণ নিয়ে বন্ধ হয়ে যায় ব্যাঙ্ক।
Continues below advertisement
Tags :
Khabar Bangla News Live News Bangla Khobor Bangla Ajker Khobor Ajker Bangla Khabar Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live ABP Ananda LIVE ABP Ananda Bengali News ABP Ananda Digital Loan Murshidabad Bank Abp Ananda TMC