Nadda Convoy Attack: নাড্ডার কনভয় হামলায় IPS তলব, ফের চড়ছে রাজ্য-কেন্দ্র সংঘাতের পারদ

J P Nadda-র কনভয়ে হামলার ঘটনায় আরও সংঘাতে কেন্দ্র-রাজ্য। মুখ্যসচিব-ডিজিপিকে তলবের পরে এবার নজরে তিন IPS। তিন IPS-কে স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট করতে বলে রাজ্যকে চিঠি কেন্দ্রের। এভাবে ডাকা যায় না। কেন্দ্রকে পাল্টা চিঠি রাজ্যের। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
শুক্রবারই রাজ্যের মুখ্যসচিব-ডিজিপিকে তলব করেছে কেন্দ্র। এবার তিন আইপিএস-কে তলব করে নবান্নে চিঠি পাঠাল স্বরাষ্ট্র মন্ত্রক। আইজি দক্ষিণবঙ্গ রাজীব মিশ্র, ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ প্রবীণ ত্রিপাঠী ও ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপার ভোলানাথা পাণ্ডে এই তিন আইপিএসকে তলব করা পাঠানো হয় চিঠি।
যে চিঠি নিয়ে অসম্মতি জানিয়ে পাল্টা চিঠি নবান্নের। সেই চিঠিতে স্পষ্টভাবে বলা, এভাবে রাজ্যের তিন আইপিএসকে ডেকে পাঠাতে পারে না কেন্দ্র। এই নিয়ে তুঙ্গে TMC-BJP তরজা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola