Nadda Vs Abhishek: ডায়মন্ডহারবারের বিধানসভা কেন্দ্রগুলিতে পদ্ম ফুটবেই, দাবি নাড্ডার, দিবাস্বপ্ন, কটাক্ষ অভিষেকের

Continues below advertisement

Nadda Vs Abhishek: লোকসভা ভোটে, ভবানীপুরের ৮ ওয়ার্ডের মধ্যে ৬টিতে এগিয়ে বিজেপি। অন্যদিকে ডায়মন্ডহারবারে বিরাট ব্যবধানে জয় অভিষেকের। তবে আসন্ন বিধানসভা ভোটে, ডায়মন্ডহারবারের বিধানসভা কেন্দ্রগুলিতে পদ্ম ফুটবেই। দাবি নাড্ডার। দিবাস্বপ্ন, পাল্টা কটাক্ষ অভিষেকের।

সূত্রের খবর, বুধবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচন সঞ্চালন কমিটির বৈঠকে নাড্ডা বলেন, মমতার কেন্দ্রে জোর লড়াই দিতে হবে। গৃহসম্পর্ক অভিযান নিয়ে বাড়ি বাড়ি যেতে হবে। জিতে গেল সারা ভারতের নজরে পড়ে যাবেন। হেরে গেলেও এমন লড়াই করবেন, যে উনি (মমতা) যাতে শুধু নিজের কেন্দ্রেই ব্যস্ত থাকেন। তোমার বিরোধীকে পরাজিত করার জন্য ঠিক যতদূর যেতে হয়, ঠিক ততদূর যেতে হবে।

আর এদিন তো অভিষেকের গড়ে দাঁড়িয়েই, সেখানে পদ্ম ফোটানোর হুঁশিয়ারি দিলেন নাড্ডা। যদিও তাতে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram