Nadda’s Convoy Attack: গাড়ি লক্ষ্য করে দফায় দফায় ইট-লাঠি, আহত BJP নেতা, চুরচুর হল এবিপি আনন্দ-র গাড়ির কাচ

Continues below advertisement

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) গড়ে যাওয়ার পথে BJP-র সর্বভারতীয় সভাপতি JP Nadda-র কনভয়ে হামলা। তৃণমূলের ঝান্ডা নিয়ে ঝাঁপিয়ে পড়লেন এক দল কর্মী। বিজেপি সভাপতির-সহ কনভয়ে থাকা কেন্দ্র ও রাজ্যস্তরের একাধিক নেতার গাড়ি লক্ষ্য করে দফায় দফায় চলল ইটবৃষ্টি। আহত হলেন বিজেপি নেতা। ABP Ananda-র গাড়ির কাচ ভাঙল। বৃহস্পতিবার সকালে নির্ধারিত সময়েই ডায়মন্ড হারবারে সভার জন্য রওনা দেয় জেপি নাড্ডার কনভয়। কিন্তু ঠিক তার ২০ কিমি আগে শিরাকোল মোড়ে দক্ষিণ ২৪ পরগনার জেলা যুব তৃণমূল সভাপতি শওকত মোল্লা ও মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার নেতৃত্বে পথসভা ছিল শাসকদলের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram