Nadda’s Convoy Attack: 'পুলিশের সমর্থনে শাসক দলের হার্মাদদের হামলা', নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় শাণিত আক্রমণ ধনকড়ের, ফিরে এল 'হার্মাদ' শব্দ

Continues below advertisement

বিজেপি সভাপতির ডায়মন্ড হারবার সফর ঘিরে ধুন্ধুমার আর এতেই ক্ষোভে ফেটে পড়লেন রাজ্যপাল। তাঁর সৌজন্যে আরও একবার বিধানসভা ভোটের মুখে ফিরে এল সেই শব্দ, যা ২০১০ নাগাদ লাগাতার শোনা যেত তৎকালীন বিরোধী তৃণমূল ও এখনও বিরোধী কংগ্রেসের গলায়। হার্মাদ। এদিন ডায়মন্ড হারবারের ঘটনায় জগদীপ ধনকড় ট্যুইট করে বলেছেন, "নৈরাজ্য ও আইনশৃঙ্খলার অবনতির রিপোর্ট পেয়ে উদ্বিগ্ন। রিপোর্টে ইঙ্গিত, পুলিশের সমর্থনেই শাসকদলের হার্মাদরা হামলা করেছে বিজেপি সভাপতির কনভয়ে।" বিকেলে রাজভবনে যান মুখ্যসচিব ও ডিজিপি। তাঁদের সঙ্গে বৈঠকের পর আরও তাৎপর্যপূর্ণভাবে রাজ্যপাল ট্যুইট করে বলেন, 'দুৰ্ভাগ্যজনক যে জেপি নাড্ডার ওপর হামলার বিষয়ে তাঁরা কোনও আপডেট নিয়ে আসেননি, এটা প্রশাসনের ব্যর্থতার ইঙ্গিত।'  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram