Nadda Convoy Attack: বাঁ হাতের লিগামেন্ট ছিড়েছে Kailash Vijayvargiya-র, বলছে মেডিক্যাল রিপোর্ট

Continues below advertisement

নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় জখম কৈলাস বিজয়বর্গীয়। তাঁর বাঁ হাতে চোট লেগেছে। বাঁ হাতের লিগামেন্ট ছিড়েছে বলে মেডিক্যাল রিপোর্টে। পাথরের আঘাত লেগেছিল বলে অভিযোগ বিজেপির। গতকাল বিজেপি সভাপতি ডায়মন্ড হারবারে যাওয়ার পথে কনভয়ে হামলা, ধুন্ধুমার কাণ্ড বাধে। "আসার সময় যা দেখলাম, তাতে স্পষ্ট যে Mamata Banerjee-র জমানায় বাংলা অরাজকতা ও অসহিষ্ণুতার ক্ষেত্র হয়ে উঠেছে", অভিযোগ JP Nadda-র। এই ঘটনা নিয়ে ট্যুইট করেন স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah থেকে প্রতিরক্ষামন্ত্রী Rajnath Singh। 'এই ঘটনা আসলে পশ্চিমবঙ্গে ক্রমহ্রাসমান আইনশৃঙ্খপলার প্রতিচ্ছবি', ট্যুইট প্রতিরক্ষামন্ত্রীর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram