Nadia: গুলি করে খুন তৃণমূল (TMC) কর্মীকে, তাঁকে বাঁচাতে গিয়ে মৃত্যু, দাবি বিজেপি (BJP) নেতার
Continues below advertisement
নদিয়ার গয়েশপুরে শ্যুটআউট। সুকান্তনগরে বাড়ির কাছে গুলি করে খুন তৃণমূল কর্মীকে। নিহতের নাম বাপ্পা সরকার। বয়স ৪৫ বছর। পরিবারের দাবি, গতকাল সাড়ে ৫টা নাগাদ বাপ্পাকে লক্ষ করে গুলি চালায় দুষ্কৃতীরা। তার বুকে গুলি লাগে। কল্যাণীর JNM হাসপাতালে নিয়ে যাওয়া হলে কৃষকরা ওই TMC কর্মীকে মৃত ঘোষণা করেন। স্থানীয় বিজেপি নেতার দাবি, তিনি ও নিহত তৃণমূল কর্মী একসঙ্গে দাঁড়িয়েছিলেন। তখনই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গুলি চালায়। তাকে বাঁচাতে গিয়ে বাপ্পা গুলিবিদ্ধ হন বলে চাঞ্চল্যকর দাবি স্থানীয় BJP নেতার।
Continues below advertisement
Tags :
Gayeshpur TMC Worker Died Khabar Bangla News Live News Bangla Khobor Bangla Bangla Khabar Ajker Bangla Khabar Ajker Khobor Bangla News Live Bengali News Bengali News Live ABP Ananda Digital ABP Ananda LIVE ABP Ananda Bengali News Nadia Abp Ananda BJP TMC