Morning Headlines: কৃষি আইনের প্রতিবাদে আজ দেশ জুড়ে কৃষকদের ধর্মঘট (Bharat Bandh), বিজেপি (BJP)-র ১২ ঘণ্টা উত্তরবঙ্গ বনধ, সঙ্গে অন্য খবর

Continues below advertisement

BJP-র Uttarkanya Abhijan ঘিরে রণক্ষেত্র শিলিগুড়ি, এক বিজেপি কর্মীর মৃত্যু। ছড়ড়া গুলি চলার অভিযোগ, গুলি চলেনি, পাল্টা পুলিশ।
ব্যারিকেড ভেঙে বিজেপির মিছিল, পাল্টা জল কামান, কাঁদানে গ্যাস। বেশ কয়েকজন আহত। লাঠিচার্জ হয়নি, দাবি পুলিশের।
আজ ১২ ঘণ্টা উত্তরবঙ্গ বনধের ডাক। শিলিগুড়িতে কর্মীর মৃত্যুর প্রতিবাদে পথে বিজেপি। কলকাতা থেকে জেলায় বিক্ষোভ। কৈলাসের গাড়িতে ভাঙচুর, বোমাবাজির অভিযোগ। রাজ্যপালের আছে নালিশ।
নদিয়ার গয়েশপুর বাড়ির কাছে TMC কর্মীকে গুলি করে খুন। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের থেকে স্থানীয় বিজেপি নেতাকে বাঁচাতে গিয়ে খুন, দাবি গেরুয়া শিবিরের। অস্বীকার শাসক শিবিরের।
মেদিনীপুরে Mamata Banerjee, গরহাজির অধিকারী পরিবার। নাম না করে হুঙ্কার নেত্রীর।
মেদিনীপুরে মমতার হাইভোল্টেজ সভা, হঠাৎ কলকাতায় Suvendu Adhikari। সুকিয়া স্ট্রিট ঘুরে ধরলেন দ্বিতীয় হুগলি সেতু। কেন এলেন? কেনই বা ফিরলেন? বাড়ল জল্পনা।
মেদিনীপুর থেকে মমতার নিশানায় বিজেপি।
কৃষি আইনের প্রতিবাদে আজ দেশ জুড়ে ধর্মঘটের ডাক, পাশে তৃণমূল। কেন্দ্রীয় প্রকল্প থেকে রাজ্যেই চাষিরা বঞ্চিত, পাল্টা বিজেপি।
কবে কলকাতা পুরসভার ভোট? ১০ দিনে সরকারকে জানাতে বলল Supreme Court। দিনক্ষণ ঠিক না করলে আদালত থেকে স্বাধীন প্রশাসক বসানোর কার্যত হুঁশিয়ারি।
রাজ্যে একদিনে Corona আক্রান্ত ২ হাজার ২১৪, মৃত ৪৮। সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে কলকাতা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram