নজরে ৯ চটজলদি: স্বামীজির জন্মদিবস ঘিরেও সংঘাত, বিজেপিকে আক্রমণে অভিষেক, গোলপার্ক থেকে হাজরা মিছিল, মূর্তিতে মাল্যদান শুভেন্দুর

Continues below advertisement
প্রতীক্ষার অবসান। রাজ্যে এল কোভিশিল্ডের ১০ লক্ষ ভ্যাকসিন। ইনস্যুলেটেড ভ্যানে বিমানবন্দর থেকে এল
বাগবাজার, হেস্টিংসে। ভ্যাকসিন যাবে উত্তরবঙ্গেও।
শনিবার থেকে দেশজুড়ে প্রথম দফায় ৩ কোটি ভ্যাকসিন বণ্টন। পুনের সিরাম থেকে কোভিশিল্ড গেল ১৫টি শহরে। 
শোভনের সঙ্গে আইকোর চিটফান্ডে যোগের অভিযোগ সুর চড়ালেন কুণাল ঘোষ। মুকুল-শোভনদের জন্যেই চিটফান্ড নিয়ে ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। দাবি কুণালের।
বৈশাখীকে নিয়ে রাজনীতিতে প্রত্যাবর্তনেই শোভনের নিশানায় মমতা। জবাব রত্নার। 
স্বামীজিকে হাতিয়ার করে বিজেপিকে আক্রমণে অভিষেক।গোলপার্ক থেকে হাজরা মিছিল।
বাবুলের বাইকে চেপে দুর্গাপুরে শুভেন্দু। তৃণমূলকে উৎখাতের ডাক।
স্বামীজির জন্মদিবস ঘিরেও সংঘাত। সিমলা স্ট্রিট পর্যন্ত দিলীপদের মিছিল। মূর্তিতে মাল্যদান শুভেন্দুর। পাল্টা শ্রদ্ধা জানাতে গেলেন অভিষেক। হঠাৎ মুখোমুখি সুদীপ-কৈলাস। 
সৌমেন্দুর পরে এবার শিশির। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ থেকে অপসারণ। নতুন চেয়ারম্যান অখিল।
কৃষি আইন নিয়ে সুপ্রিম কোর্টে জোর ধাক্কা কেন্দ্রের। পরবর্তী নির্দেশ পর্যন্ত ৩ আইনে স্থগিতাদেশ। সরকার-আন্দোলনকারীদের মধ্যস্থতায় ৩ সদস্যের কমিটি। 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram