নজরে ৯ চটজলদি: নেতাই দিবস পালন ঘিরে টক্কর, আজ হঠাৎ মনে পড়েছে, কটাক্ষ শুভেন্দুর, নেতাই থেকে পেটাই শুরু, পাল্টা মদন

Continues below advertisement
কৈলাস বহিরাগত, আকাশ বিজয়বর্গীয় গুন্ডা, দিলীপ ঘোষ গুন্ডা, অমিত শাহ বহিরাগত। দিল্লির নেতারা বহিরাগত, আক্রমণ অভিষেকের।
নন্দীগ্রামে শহিদ দিবস পালন নিয়েও দড়ি টানাটানি। রাতে শুভেন্দুর শ্রদ্ধাজ্ঞাপন, অনুষ্ঠান ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির। সভা তৃণমূলেরও। সঙ্গে ৯ শহিদ পরিবারের সদস্য, তৃণমূলের সঙ্গে ২, কটাক্ষ শুভেন্দুর।
নেতাই দিবস পালনে শুভেন্দুর সঙ্গে তৃণমূলের টক্কর। সকালে শুভেন্দুর শ্রদ্ধার পর গঙ্গাজলে শহিদ বেদী ধুয়ে দিল তৃণমূল। আজ হঠাৎ মনে পড়েছে, কটাক্ষ শুভেন্দুর। নেতাই থেকে পেটাই শুরু, পাল্টা মদন।
দলের কাজে অসন্তোষ। পূর্ব মেদিনীপুরে ফের দলত্যাগ। এগরায় সাংবাদিক বৈঠক করে তৃণমূল ছাড়লেন মহকুমা সভাপতি। জেলা সভাপতিকে চিঠি লিখে পদ ছাড়লেন তমলুক টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি।
রাজনীতি থেকে আপাতত সরে দাঁড়িয়েছি। সব দলকে সম্মান করি। হিংসা কাম্য নয়। মন্ত্রিত্ব ও তৃণমূলের সাংগঠনিক দায়িত্ব ছেড়ে প্রথমবার মুখ খুললেন লক্ষ্মীরতন শুক্ল।
অরণ্য ভবনে বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীর।
মমতার কথা অমান্য করা হচ্ছে বুক ফুলিয়ে। কাটমানিতে দেখেছি, দলকে যারা কলঙ্কিত করে, তাদের শাস্তি হয় না। মানুষ বিকল্পের কথা ভাবছে। বিস্ফোরক রুদ্রনীল।
বিবেকানন্দর জন্মদিনে পদযাত্রা করবে বিজেপির যুব মোর্চা। শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত হবে পদযাত্রা। বিজেপির পতাকা ছাড়া মিছিলে থাকবেন দিলীপ-শুভেন্দু।
মানুষের সুরক্ষা নিশ্চিত করতে না পারলে প্রয়োজনে গঙ্গাসাগর মেলার অনুষ্ঠান বন্ধ। কাল রাজ্যকে হলফনামা দিতে নির্দেশ হাইকোর্টের। বিকল্প খুঁজুন, প্রয়োজনে শুধু জল নিয়েই ফিরবে মানুষ, প্রস্তাব আদালতের।
হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ। আমি সম্পূর্ণ সুস্থ, বাড়ি যাওয়ার আগে বলে গেলেন বোর্ড সভাপতি।
লিটারে ৩৪ পয়সা বাড়ল পেট্রোলের দাম। ২৭ পয়সা বেড়ে ৭৮ ছুঁইছুঁই ডিজেল। পণ্যের দামবৃদ্ধির শঙ্কা। স্বাধীনতার পর সর্বোচ্চ স্তরে জ্বালানি তেল, এটাই কি আচ্ছে দিন? প্রশ্ন রণদীপ সুরজেওয়ালার।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram