শুভেন্দুর বক্তৃতায় নেই মমতার নাম, জল্পনা উস্কে স্লোগান দিলেন 'ভারতমাতা জিন্দাবাদ'!

আজ নন্দীগ্রামের তেখালির বকুলনগর স্কুলে শুভেন্দু অধিকারী পরিচালিত শহিদ সভা। সেখানে বক্তব্য রাখেন তৃণমূল নেতা তথা পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। সভায় আছেন দিব্যেন্দু, ফিরোযা বেগম। শুভেন্দু অধিকারী সভামঞ্চে বলেন, "২০১১ সালের রক্তাক্ত সূর্যোদয়কে জনগণ অস্তমিত করেছিলেন। আমি যখন নন্দীগ্রামে আসি, পরবর্তী কর্মসূচির কথা বলে যাই। মানুষের পাশে দাঁড়াই।" সভামঞ্চে তিনি শহিদদের নাম নিয়ে স্লোগান দেন। তাৎপর্যপূর্ণভাবে তিনি তাঁর বক্তব্য শেষ করেন, ভারতমাতা জিন্দাবাদ বলে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola