“আমার চলার পথে কোথায় গর্ত আছে, এখানে বলব না, নন্দীগ্রামের সভায় সুর চড়ালেন শুভেন্দু অধিকারী
Continues below advertisement
বঙ্গ রাজনীতির অন্যতম বড় মুখ শুভেন্দু অধিকারী। আজ তিনি নন্দীগ্রামে শহিদ সভা করেন। সভামঞ্চ থেকে তিনি বলেন, "২০০৩ থেকে নন্দীগ্রামে আসছি। আমি এলাকায় নতুন লোক নই।" তিনি যোগ করেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে এখানে এসে লড়াই করেছি। এই আন্দোলন আমার নয়, আন্দোলন ছিল স্বতঃস্ফূর্ত।’ বলেন, আমার চলার পথে কোথায় গর্ত আছে, এখানে বলব না।" শুভেন্দু আরও জানান, যাদের এখন নন্দীগ্রামের কথা মনে পড়ছে, তারা যেন ভোটের পর এই নন্দীগ্রামকে ভুলে না যান। বলেন, ‘নন্দীগ্রামের কথা মনে পড়েছে, দেখে ভাল লাগছে। ভোটের আগে এলেও, ভোটের পরেও এখানে আসতে হবে।"
Continues below advertisement
Tags :
BUPC Shahid Sabha TMC’s Clash Subhendu Adhikary ABP Ananda LIVE Hooghly Abp Ananda Nandigram TMC