Netaji's Birth Anniversary: 'মণীষীদের নিয়ে রাজনৈতিক কাড়াকাড়ির বিষয়টা আগে দেখিনি', নেতাজি ভবনে প্রধানমন্ত্রীর আসা প্রসঙ্গে মন্তব্য শুভময় মৈত্রর

Continues below advertisement
আজ নেতাজি ভবনে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। নেতাজির পরিবারের সদস্য সুগত বসু (Sugata Bose) জানান, "প্রধানমন্ত্রীর দফতর থেকে ফোন করা হয়েছিল। জানানো হয়, তিনি দুপুরের দিকে আসতে চান।" এপ্রসঙ্গে শুভময় মৈত্র বলেন, "মণীষীদের নিয়ে রাজনৈতিক কাড়াকাড়ির বিষয়টা আগে কখনও দেখা যায়নি। নেতাজিকে নিয়ে আমাদের আবেগ, তিনি আন্দোলনের পথিকৃৎ। তাঁর লেখায় যেমন বামপন্থী মনোভাবের কথা পাওয়া যায় তেমন জাতীয়তাবাদের মনোভাবও দেখা যায়। নেতাজির কাজের বিনির্মাণ করা যেতে পারে। কিন্তু সবটাই খেলো হয়ে যাচ্ছে। আজ সারাদিন যা চলছে তাতে কিন্তু তাঁকে মূল্যায়ন করা হচ্ছে না, পুরোটাই রাজনীতি। ওঁকে এর থেকে বার করে আনলেই ভালো হত।"
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram