ভোট হোক হিংসামুক্ত, নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়ে বললেন রাজ্যপাল
Continues below advertisement
ভোট হোক হিংসামুক্ত, নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়ে বললেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
এদিকে, রাজ্য সরকার বনাম রাজ্যপালের সংঘাত চরমে পৌঁছে গিয়েছে। জগদীপ ধনকড়কে অপসারণের দাবিতে রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছে তৃণমূলের সংসদীয় দল। রামনাথ কোবিন্দকে দেওয়া স্মারকলিপিতে তাঁরা অভিযোগ করেছেন, ‘রাজ্যপাল সংবিধানকে রক্ষা করতে ব্যর্থ হয়েছেন এবং বারবার সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করেছেন। রাজ্যের সর্বোচ্চ সাংবিধানিক পদে থেকেও জগদীপ ধনকড় বিভাজনের রাজনীতিতে প্ররোচনা দিচ্ছেন। কারণ, কেন্দ্র এবং রাজ্যের শাসক দল একে অপরের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। আমরা আশা করেছিলাম, রাজ্যের সর্বোচ্চ সাংবিধানিক পদের জন্য মনোনীত হওয়ার পর, জগদীপ ধনকড় তাঁর রাজনৈতিক অতীত ভুলে, সমস্ত দলের প্রতি নিরপেক্ষ মনোভাব নিয়ে কাজ করবেন। কিন্তু, আমাদের আশা পূরণ হয়নি।’
এরই মধ্যে রাজ্যবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন রাজ্যপাল।
এদিকে, রাজ্য সরকার বনাম রাজ্যপালের সংঘাত চরমে পৌঁছে গিয়েছে। জগদীপ ধনকড়কে অপসারণের দাবিতে রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছে তৃণমূলের সংসদীয় দল। রামনাথ কোবিন্দকে দেওয়া স্মারকলিপিতে তাঁরা অভিযোগ করেছেন, ‘রাজ্যপাল সংবিধানকে রক্ষা করতে ব্যর্থ হয়েছেন এবং বারবার সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করেছেন। রাজ্যের সর্বোচ্চ সাংবিধানিক পদে থেকেও জগদীপ ধনকড় বিভাজনের রাজনীতিতে প্ররোচনা দিচ্ছেন। কারণ, কেন্দ্র এবং রাজ্যের শাসক দল একে অপরের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। আমরা আশা করেছিলাম, রাজ্যের সর্বোচ্চ সাংবিধানিক পদের জন্য মনোনীত হওয়ার পর, জগদীপ ধনকড় তাঁর রাজনৈতিক অতীত ভুলে, সমস্ত দলের প্রতি নিরপেক্ষ মনোভাব নিয়ে কাজ করবেন। কিন্তু, আমাদের আশা পূরণ হয়নি।’
এরই মধ্যে রাজ্যবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন রাজ্যপাল।
Continues below advertisement