নোয়াপাড়ায় যুবকের উপর হামলা, আটক ৩ সন্দেহভাজন

Continues below advertisement
গতকাল রাতে নোয়াপাড়ার রত্নেশ্বর ঘাট এলাকায় এক যুবকের উপর চড়াও হয় তিনজন যুবক। ঘটনায় স্থানীয় ওই যুবক ছুরিকাহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে এক অভিযুক্তকে রাতেই নোয়াপাড়া থানার পুলিশ আটক করে। আজ সকালে অপর দুই অভিযুক্তকে স্থানীয় বাসিন্দারা দেখতে পান। তাঁরা ওই দুইজনের উপর চড়াও হন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নোয়াপাড়া থানার পুলিশ। দুই অভিযুক্তদে উদ্ধার করতে গেলে পুলিশের সঙ্গে বচসা বাধে স্থানীয়দের। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। দুই সন্দেহভাজনকে আটক করেছে নোয়াপাড়া থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram