অনাবাসী চিকিৎসকদের চিঠি নিয়ে রাজ্যপাল-মহুয়া মৈত্রর সংঘাত তুঙ্গে

Continues below advertisement
করোনা পরিস্থিতি মধ্যে রাজ্য-রাজভবনের অভূতপূর্ব পত্রযুদ্ধের সাক্ষী গোটা বাংলা। সেই চাপানউতোরের নতুন মাত্রা যোগ করল রাজ্যপালের সঙ্গে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের ট্যুইট-সংঘাত। সম্প্রতি রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে চিঠি দেন অনাবাসী চিকিৎসকরা। সেই চিঠি ঘিরেই বিতর্কের সূত্রপাত। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ ওই অনাবাসী ভারতীয় চিকিৎসকদের উদ্দেশে ট্যুইট লেখেন, "যথাযোগ্য সম্মান রেখে বলছি, আপনারা তো অন্য দেশে থেকে চিকিৎসা করছেন, কর দিচ্ছেন। ভারতের তুলনায় আমেরিকা ও ব্রিটেনে আক্রান্ত ও মৃত্যুর হার বেশি। আপনারা বরং যে দেশকে বসবাসের জন্য বেঁচে নিয়েছেন সেখানেই কাজ করুন।" পাল্টা ট্যুইট করে রাজ্যপাল জানান, "মহুয়া মৈত্র অদ্ভূত অবস্থান নিয়েছেন। তাঁর অবস্থান অযৌক্তিক। তা দেখে আমি স্তম্ভিত।"
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram