Passenger Train Service resumes Live: চাকা গড়াল প্যাসেঞ্জার ট্রেনের, বাড়াতে হবে ট্রেনের সংখ্যা, যাত্রীদের আর্জি
Continues below advertisement
শহরতলির লোকালের পর এবার আজ থেকে জেলায় জেলায় চালু হল প্যাসেঞ্জার ট্রেন। ৮১ টি নন সাবার্বন প্যাসেঞ্জার ট্রেন চলবে হাওড়া, আসানসোল ও মালদা ডিভিশনে। সিদ্ধান্ত পূর্ব রেলের। দীর্ঘ সাড়ে ৭ মাস বন্ধ থাকার পর ১১ নভেম্বর থেকে শুরু হয়েছে শহরতলীর লোকাল ট্রেন পরিষেবা। ইতিমধ্যেই চালু হয়েছে মেট্রোও। কিন্তু থমকে ছিল আন্তঃরাজ্য রেল পরিষেবা। পরিষেবা শুরুর হওয়ার ফলে যাতায়াতের কষ্ট অনেকটা কমবে বলে জানিয়েছেন নিত্যযাত্রীরা। যদিও তাদের দাবি ভিড় কমাতে আরও ট্রেন চালাতে হবে।
Continues below advertisement
Tags :
Passenger Train Service Passenger Train Service Resumed Live ABP Ananda LIVE Asansol Local Train Howrah Abp Ananda