'অফিস টাইমে ঘন ঘন ট্রেন না চললে লাটে উঠবে করোনা বিধি', দাবি যাত্রীদের, রইল বিভিন্ন স্টেশন-ট্রেন ঘুরে আমাদের প্রতিনিধিদের তুলে আনা চিত্র
Continues below advertisement
কাটোয়া থেকে উলুবেড়িয়া, বর্ধমান থেকে খড়গপুর, হাবড়া থেকে সোনারপুর, দ্বিতীয় দিনেও রাজ্য জুড়ে পরিস্থিতির উন্নতি হয়নি। স্টেশন চত্বর ও ট্রেনের ভিতরে রয়েছে যথেষ্ট ভিড়। সর্বত্রই সামাজিক দূরত্বকে না মানার ছবি।
সামাজিক দূরত্ব বজায় না রেখেই সোনারপুর স্টেশনে টিকিট কাউন্টারের সামনে লম্বা লাইন দেখা গিয়েছে। ক্যানিং লোকালে ছিল বাদুড়ঝোলা ভিড়। থিকথিকে ভিড় দেখা গিয়েছে সকালের শেওড়াফুলি লোকালেও। ৫০ শতাংশ যাত্রী-সহ লোকাল ট্রেন চালানোর কথা থাকলেও তা কোন ভাবেই মানা সম্ভব হচ্ছে না।
চলন্ত ট্রেনের ভিতর থেকেই যাত্রীরা ট্রেন বাড়ানোর দাবি তুলেছেন। যাত্রীদের দাবি, অফিসের সময় ঘন ঘন ট্রেন চললে ভিড় এড়ানো সম্ভব। সকলেই অধীর আগ্রহে অপেক্ষায় আজকের রেল-রাজ্যের বৈঠকের।
সামাজিক দূরত্ব বজায় না রেখেই সোনারপুর স্টেশনে টিকিট কাউন্টারের সামনে লম্বা লাইন দেখা গিয়েছে। ক্যানিং লোকালে ছিল বাদুড়ঝোলা ভিড়। থিকথিকে ভিড় দেখা গিয়েছে সকালের শেওড়াফুলি লোকালেও। ৫০ শতাংশ যাত্রী-সহ লোকাল ট্রেন চালানোর কথা থাকলেও তা কোন ভাবেই মানা সম্ভব হচ্ছে না।
চলন্ত ট্রেনের ভিতর থেকেই যাত্রীরা ট্রেন বাড়ানোর দাবি তুলেছেন। যাত্রীদের দাবি, অফিসের সময় ঘন ঘন ট্রেন চললে ভিড় এড়ানো সম্ভব। সকলেই অধীর আগ্রহে অপেক্ষায় আজকের রেল-রাজ্যের বৈঠকের।
Continues below advertisement
Tags :
. Live Updates Crowded Train. Kolkata Local Train Update ABP Ananda LIVE Social Distancing Local Train Abp Ananda