বিনা চিকিৎসায় রোগী মৃত্যু, চিকিত্সক-স্বাস্থ্য কর্মীদের হেনস্থা, অভিযোগ - পাল্টা অভিযোগে উত্তপ্ত চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল
বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের বিরুদ্ধে। চিকিত্সক-স্বাস্থ্য কর্মীদের হেনস্থার অভিযোগ। রোগীর ছেলেকে মারধরের পাল্টা অভিযোগ হাসপাতালের নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জ। আটক ৫। পরিবারের দাবি, শনিবার বিকেলে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তিলজলা রোডের বাসিন্দা ৫৬ বছরের মহম্মদ সালাউদ্দিনকে।
অভিযোগ, জরুরি বিভাগে দেখানোর পর, চিকিৎসকরা রোগীকে অন্য ব্লকে নিয়ে যেতে বলায় প্রথমে ট্রলি জোগাড়ে সমস্যা হয়। পরে ওই রোগীকে নির্দিষ্ট ব্লকে নিয়ে গিয়ে দেখা যায়, সামনের প্রবেশ পথ ও আরেকটি গেট বন্ধ। এরপর ওই ব্লকে ঢুকতে পারলেও, দেখা মেলেনি কোনও চিকিৎসকের। অভিযোগ, রোগীর শারীরিক অবস্থার অবনতি হলেও মেলেনি অক্সিজেন। এভাবে বেশ কিছুক্ষণ পড়ে থাকার পর রোগীর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, এক নিরাপত্তারক্ষী মৃতের ছেলেকে মারধর করেন। হাসপাতাল কর্তৃপক্ষের পাল্টা অভিযোগ, রোগীর আত্মীয়রা কয়েকজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে হেনস্থা করেন। পরিবারের তরফে হাসপাতাল কর্তৃপক্ষকে কোনও লিখিত অভিযোগ জানানো হয়নি। অন্যদিকে, হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে বেনিয়াপুকুর থানার পুলিশ।