Suvendu at ABP Ananda:'একুশের ভোটে মানুষ TMC সরকারকে সরিয়ে ক্ষমতায় আনবে BJP-কে', 'মুখোমুখি শুভেন্দু' অনুষ্ঠানে দাবি প্রাক্তন পরিবহণমন্ত্রীর

Continues below advertisement
তৃণমূল কংগ্রেস মানেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), এটা অস্বীকার করার জায়গা নেই। 'মুখোমুখি শুভেন্দু' অনুষ্ঠানে মন্তব্য প্রাক্তন পরিবহণমন্ত্রীর। একুশের নির্বাচনে মানুষ তৃণমূল কংগ্রেসকে সরাবে। বিজেপিকে ক্ষমতায় বসাবে। এদিন দাবি করেন তিনি। এবিপি আনন্দের 'মুখোমুখি শুভেন্দু' অনুষ্ঠানে নন্দীগ্রাম আন্দোলন নিয়ে সরব হয়েছিলেন তিনি। তৃণমূল নেত্রীর প্রতি তাঁর প্রশ্ন, 'এত আমিত্ব কেন?' ২০১১ সাল থেকে আমার পিছনে লেগেছে তৃণমূল, অনুষ্ঠানে বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর (Suvendu Adhikari)। পাশাপাশি ফের 'তোলাবাজ ভাইপো' প্রসঙ্গ তুলে খোঁচা দেন তিনি। '৭৭ সালে রিগিং করে লোকসভায় জিতেছিলেন সৌগত রায় (Saugata Roy)। ১৯৯৮ সালে দক্ষিণ কলকাতায় কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন মমতার বিরুদ্ধে।' এভাবেও প্রবীণ সাংসদকে তোপ দাগেন শুভেন্দু অধিকারী। 'আমরা দলের মধ্যে মন্ত্রী, সাংসদ ছিলাম। আমাদের ফোন রাজ্য পুলিশ ট্যাপ করত। এখন তো এমনিতেও করে। তখনও ট্যাপ করত। গতিবিধি নিয়ন্ত্রণ। পশ্চিমবঙ্গের এই অবস্থা।' রাজ্য সরকার তথা পুলিশকে আক্রমণ করে সরব শুভেন্দু অধিকারী।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram