'নির্বাচনের আগে হোটেল থেকে খাবার আনিয়ে দলিতদের ঘরে বসে খান, ভোট শেষ হলেই অত্যাচার শুরু!', হাথরসকাণ্ড নিয়ে মোদিকে খোঁচা মমতার
Continues below advertisement
মানুষ চায় কোনও অপরাধ হলে পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে, বিচার হবে। অথচ অত্যাচার কবার পরও দেহ আটকে রাখল পুলিশ। পরিবারের লোকেদের সৎকারের সুযোগ না দিয়ে রাতের অন্ধকারে দেহ জ্বালিয়ে দিল যোগী সরকার। আর কতদিন চলবে এ জিনিস? আজ উত্তরপ্রদেশে হচ্ছে, কাল সারা দেশে হবে। কেন্দ্রীয় সরকারকে খোঁচা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের।
Continues below advertisement
Tags :
Hathras Protest Hathras Incident Mayo Road Durga Pujo ABP Live UP Uttar-Pradesh Yogi Adityanath Abp Ananda CM Mamata Banerjee