এবার মালদা ও দুর্গাপুরের একাধিক এলাকায় শুভেন্দু অধিকারীর নামে পোস্টার ঘিরে তরজা
Continues below advertisement
এদিন সকালে ইংরেজবাজারের একাধিক এলাকায় শুভেন্দু অধিকারীর নামে পোস্টার দেখা যায়। প্রচারক হিসেবে নাম রয়েছে প্রাক্তন যুব তৃণমূল নেতার। ওই নেতার দাবি, রাজনৈতিক কারণে নয়, শুভেন্দু অধিকারীকে সম্মান জানাতেই এই পোস্টার। অন্যদিকে, জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, শাসকদলকে হেয় করতেই এধরনের চক্রান্ত করছে বিজেপি। গেরুয়া শিবিরের পাল্টা দাবি, তৃণমূলের প্রতিষ্ঠাতা সদস্যদের অনেককেই গুরুত্বহীন করে দেওয়া হয়েছে। তাদের পিছনে জন সমর্থন থাকায় এধরনের পোস্টার। শুভেন্দু অধিকারীর নামে পোস্টার টাঙানো হয়েছে দুর্গাপুরের বিভিন্ন এলাকাতেও। সেখানে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
Continues below advertisement