জুনিয়র মৃধার খুনের ঘটনার দিন পারিবারিক পার্টিতে খুব বিষন্ন লাগছিল প্রিয়ঙ্কাকে, জানালেন প্রাক্তন জা নিরাজিতা চৌধুরী
Continues below advertisement
২০১১-য় জুনিয়র মৃধা খুনের মামলায় তাঁর বান্ধবীর গ্রেফতারির পর উঠে এল নতুন তথ্য। তদন্তকারীদের অনুমান, বেলঘরিয়ার বাসিন্দা পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়র জুনিয়রকে খুন করতে কন্ট্রাক্ট কিলার নিয়োগ করেছিলেন প্রিয়ঙ্কা। সিবিআই সূত্রে দাবি, ঘটনার দিন প্রিয়ঙ্কাই ফোন করে জুনিয়রকে ডাকে। কিন্তু জুনিয়র বাড়ি থেকে বেরনোর পর প্রিয়ঙ্কা জানান, তিনি দেখা করতে যাবেন না। তবে, নাছোড়বান্দা ছিলেন জুনিয়র। এরপর প্রথমে সল্টলেকের বাড়িতে, তারপরে জায়গা বদলে অন্যত্র ডাকা হয় জুনিয়রকে। সেই মতো নির্দিষ্ট জায়গায় পৌঁছেও যান জুনিয়র। যদিও, প্রিয়ঙ্কা নিজে না গিয়ে অন্য একজনকে পাঠান বলে জানা গিয়েছে। সেই ব্যক্তিই কি ভাড়াটে খুনি? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রিয়ঙ্কা।
‘ঘটনার দিন হোটেলে পারিবারিক পার্টি ছিল। পার্টিতে দেরি করে এসেছিল প্রিয়ঙ্কা। পার্টিতে খুব বিষন্ন লাগছিল প্রিয়ঙ্কাকে। সম্পর্কের টানাপোড়েনে স্বামীর সঙ্গে অশান্তি চলছিল।’ জানালেন প্রিয়ঙ্কার প্রাক্তন জা নিরাজিতা চৌধুরী।
‘ঘটনার দিন হোটেলে পারিবারিক পার্টি ছিল। পার্টিতে দেরি করে এসেছিল প্রিয়ঙ্কা। পার্টিতে খুব বিষন্ন লাগছিল প্রিয়ঙ্কাকে। সম্পর্কের টানাপোড়েনে স্বামীর সঙ্গে অশান্তি চলছিল।’ জানালেন প্রিয়ঙ্কার প্রাক্তন জা নিরাজিতা চৌধুরী।
Continues below advertisement