জিতাষ্ঠমী থেকে রাজবাড়ির মন্দিরে শুরু হয় পুজো, মৃন্ময়ী রূপে দেবী পূজিতা বিষ্ণুপুরের মল্ল রাজ পরিবারে
Continues below advertisement
মল্ল রাজারা নেই। ভাঙাচোরা রাজবাড়ির নোনাধরা ইটে কান পাতলেই শোনা যায় প্রাচীন ইতিহাসের কাহিনি। বাঁকুড়ার বিষ্ণুপুরের মল্ল রাজ পরিবারের দুর্গা মৃন্ময়ী রূপে পূজিত হন। সেই পুরনো রীতি মেনে, সপ্তমী থেকে পুজোর ১৫দিন আগে শনিবার, জিতাষ্ঠমী থেকে রাজবাড়ির মন্দিরে শুরু হয়ে গিয়েছে মাতৃ আরাধনা।
Continues below advertisement
Tags :
Malla Rajbari Puja Shradananda Puja In West Bengal ABP Live Sharad Ananda 2020 Durgapuja 2020 Abp Ananda Durga Puja 2020