ছোট বোনের বিয়ের আগে পছন্দের পাত্রীকে বিয়ে করতে চায় ছেলে! ঘুমন্ত ছেলেকে কুপিয়ে ‘খুন’ করল বাবা
Continues below advertisement
ঘুমন্ত ছেলেকে কুপিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর হামিদপুরের ঘটনা। মৃতের নাম আলিমুদ্দিন শেখ। স্থানীয় সূত্রে খবর, ছোট বোনের বিয়ের আগে পছন্দের পাত্রীকে বিয়ে করতে চান বছর একুশের ওই তরুণ। তাতে আপত্তি জানান বাবা আব্দুল খালেক। অভিযোগ, গতকাল এনিয়ে বচসা চরমে ওঠে ঘুমন্ত ছেলেকে কোপাতে শুরু করেন প্রৌঢ়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছেলের। পূর্বস্থলী থানায় খুনের মামলা রুজু হয়েছে। পলাতক অভিযুক্ত।
Continues below advertisement
Tags :
Father Murdered Son ABP News Live Bengali Purbasthali Purba Bardhaman ABP Ananda LIVE Abp Ananda Murder