বর্ধমান: ১০ কিমি যেতে ২০ হাজার টাকা অ্যাম্বুল্যান্স ভাড়া! তারপরও গাড়ি বিকল, মৃত্যু রোগীর! অস্বীকার হাসপাতালের

Continues below advertisement

বিপুল টাকায় ভাড়া করা অ্যাম্বুল্যান্স বিকল হয়ে রোগীর মৃত্যু। বর্ধমানে অ্যাম্বুল্যান্সে ভাঙচুর, উত্তেজনা। অ্যাম্বুল্যান্সের বিপুল ভাড়ার অভিযোগ খারিজ বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের। তদন্তের আশ্বাস স্বাস্থ্য দফতরের। ১০ কিলোমিটার যেতে ২০ হাজার টাকা অ্যাম্বুল্যান্স ভাড়া! অভিযোগ, তার পরেও মাঝপথে বিকল সেই অ্যাম্বুল্যান্স। মৃত্যু রোগীর!ক্ষোভে অ্যাম্বুল্যান্সে ভাঙচুর। ঘটনা বর্ধমান শহরে পুলিশ লাইন এলাকার। মৃত স্বপন কুমার দাস মেমারির সাতগাছিয়ার বাসিন্দা। পরিবার সূত্রে খবর, গত শুক্রবার তাঁকে বর্ধমানের উল্লাস মোড়ের কাছে টেরেজা হাসপাতালে ভর্তি করা হয়। ভাল চিকিৎসার জন্য তাঁকে নবাবহাটের একটি নার্সিংহোমে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেয় পরিবার। মঙ্গলবার, শরণ্যা মাল্টি স্পেশালিটি হসপিটাল থেকে ভেন্টিলেশন সাপোর্ট যুক্ত অ্যাম্বুল্যান্স ভাড়া করা হয়। টেরেজা হাসপাতাল থেকে নবাবহাটের নার্সিংহোমের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। কিন্তু মৃতের পরিবারের অভিযোগ, ওই পথ যেতে অ্যাম্বুল্যান্স ভাড়া চাওয়া হয় ২০ হাজার টাকা। অর্থাৎ প্রতি কিলোমিটারের জন্য ২০০০ টাকা! পরিবারের দাবি, রোগীর অবস্থার কথা ভেবে তাতেও রাজি হন তাঁরা। কিন্তু ১ কিলোমিটার যাওয়ার পরেই বিকল হয়ে যায় অ্যাম্বুল্যান্স। অভিযোগ, বন্ধ হয়ে যায় ভেন্টিলেটরও। তার জেরেই মৃত্যু হয় রোগীর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram