পুলিশ-প্রশাসন না আসায় গেঁওখালিতে বাড়িতেই ১২ ঘণ্টা পড়ে করোনার উপসর্গযুক্ত রোগীর দেহ
Continues below advertisement
করোনার উপসর্গ, বাড়িতেই ১২ ঘণ্টা পড়ে মৃতদেহ! পূর্ব মেদিনীপুরের গেঁওখালির ঘটনা। করোনার উপসর্গ থাকায় মৃত্যুর আগেই পরীক্ষা করা হয়। পুলিশ-প্রশাসনে জানিয়েও কেউ না আসার অভিযোগ। কাউকে না পেয়ে সকাল থেকে বাড়িতেই পড়ে মৃতদেহ। পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ পরিবারের। রিপোর্ট না আসায় সর্তকতামূলক ব্যবস্থা। কীভাবে মৃতদেহ সৎকার, তা দেখা হচ্ছে, জানালেন বিডিও।
Continues below advertisement
Tags :
Gneokhali Corona Symptoms ABP News Live Bengali Purba Medinipur ABP Ananda LIVE Corona Abp Ananda