Rajib Banerjee Facebook Live: ভাল কিছু করার চেষ্টা করলে কিছু নেতা অপব্যাখ্যা করছেন, ফেসবুক লাইভে মন্তব্য রাজীব বন্দ্যোপাধ্যায়ের

Continues below advertisement
‘আমি মনে করি যুব সমাজই পথ দেখাবে। কেন যুব সমাজের চলার পথ ব্যাহত হবে? সবসময় যুব সমাজকে দিশা দেখানোর চেষ্টা করেছি। যুব সমাজ চাইছে কেউ তাদের পথ দেখাক। চাকরি চেয়েও যুব সমাজ পাচ্ছে না দেখে খারাপ লাগে। যুব সমাজকে একটা রাস্তা দেখালে অনেক কাজই সফল হয়। যখন দেখি এখানে পড়াশোনার সুযোগ পাচ্ছে না, খারাপ লাগে। রাজ্যে যে সম্পদ আছে, যে মেধা আছে, তা অন্য রাজ্যে নেই। সেই সুযোগ পাচ্ছে না বলে অনেকেই রাজ্য ছেড়ে যাচ্ছেন। বাংলার মানুষ ভাল থাকলে, আমিও ভাল থাকব। যুব সমাজকে বলব, লক্ষ্যভ্রষ্ট হলে চলবে না। শিল্প আনলে, কাজের পরিবেশ তৈরি হলে অনেকের কান্না বন্ধ হবে। আমি মানুষের স্বার্থে রাজনীতি করি। যখনই ভাল কিছু করতে চেয়েছি, বাধা পেলে দুঃখ পেয়েছি। কাজ করতে গিয়ে বাধা পাওয়ার ক্ষোভ জনতার সঙ্গে ভাগ করে নিয়েছি। আমাদের কর্মীদের কী দুঃখ, কী হতাশা, তা আমি জানি। সেই কর্মীদেরই আমরা ভুল বোঝাচ্ছি, অবিচার করেছি। কর্মীরা শুধুই একটু সম্মান চায়, আর কিছু চায় না। কর্মীদের সম্মান দেওয়ার কথাই বলেন দলনেত্রী। কর্মীদের সম্মান না পাওয়ার কথা বলাটা কি অন্যায়? কাজ করতে গিয়ে বাধা পেলে, তা বলাটা কি অন্যায়? দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে, এটা সবাই চান। ভাল কিছু করার চেষ্টা করলে, কিছু নেতা এর অপব্যাখ্যা করছেন। মানুষ যা চাইবেন, মানুষের সঙ্গে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি নিষ্ঠার সঙ্গে কাজ করতে গিয়ে বাধা পেলে জানিয়েছি। কিছু মানুষ আছে, ভুল বুঝিয়ে অন্য পথে চালানোর চেষ্টা করেছেন। শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলছি, তা নিয়েও অপব্যাখ্যা। সেই অপব্যাখ্যার তো কোনও প্রতিবাদ করা হচ্ছে না? আমি কি নিজের স্বাধীনতায় কিছু বলতে পারব না? আমরা তো স্বাধীনভাবে কথা বলতে চাই, কাজ করতে চাই।’ ফেসবুক লাইভে বার্তা বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram