Rajib Banerjee's Road Show in Domjur: Rajib Banerjee-র পদযাত্রা ঘিরে ডোমজুড়ে উত্তেজনা, গুরুত্ব না দিয়ে জনসংযোগে মজলেন নব্য BJP নেতা
Continues below advertisement
ডোমজুড়ে 'আর নয় অন্যায়' কর্মসূচিতে রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) পদযাত্রা চলাকালীন এলাকায় উত্তেজনা শুরু হয়। সদ্য বিজেপিতে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখানো হয়। পাল্টা শ্রীরাম স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মী, সমর্থকরা। যদিও এই বিক্ষোভে কোনও গুরুত্বই দেননি রাজীব বন্দ্যোপাধ্যায়। বরং তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলতে শুরু করেন।
Continues below advertisement
Tags :
Rajib Banerjee In Domjur Rajib Banerjee's Road Show Rajib Banerjee's Road Show In Domjur West Bengal Assembly Elections 2021 BJP TMC Domjur Black Flag West Bengal Assembly Elections West Bengal Election West Bengal Elections 2021 West Bengal Election 2021 West Bengal Elections West Bengal Assembly Election