Ras Festival: আজ রাসপূর্ণিমা, সারা বাংলায় কীভাবে পালিত হচ্ছে উৎসব? দেখুন
Continues below advertisement
করোনা প্রভাব ফেলল পূর্ব মেদিনীপুরের ৫০০ বছরের পুরানো পটাশপুরের পঁচেটগড় রাজবাড়ির রাস উৎসবে। রীতি মেনে বিগ্রহ বেরোলেও সাধারণ মানুষের কাছে যাওয়ার অনুমতি নেই। করোনা মুক্তি হলে ফের বড় করে উৎসব হবে বলে আশাবাদী উদ্যোক্তরা। একদিকে আকাশে অতিকায় চাঁদ। অন্যদিকে ক্যালেন্ডারে কার্তিক পূর্ণিমা। যে পূর্ণিমার খ্যাতি রাস পূর্ণিমা হিসেবে। বিভিন্ন জেলায় রীতি মেনে পালিত হচ্ছে দিনটি। কিন্তু এবার উৎসবের আবহে থাবা বসিয়েছে করোনা। পূর্ব মেদিনীপুরের পটাশপুরে পঁচেটগড় রাজবাড়ির প্রায় ৫০০ বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব। ইতিহাস বলছে, একসময় এই পুজোর জাঁকজমক দুর্গা পুজোর চেয়ে কোনও অংশে কম ছিল না। করোনা আবহে রীতি মেনে পাল্কি জোড়ে বিগ্রহ বেরোলেও অনুষ্ঠানে যোগ দিতে পারেননি সাধারণ মানুষ। অন্যান্যবার বসে জমজমাট মেলা। কিন্তু রাস পূর্ণিমায় এবার খাঁ-খাঁ করছে মেলার মাঠ। রবিবার Cooch Behar-এর ঐতিহ্যবাহী মদনমোহনে রাস উৎসবের সূচনা হল। রাস চক্র ঘুরিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করলেন Cooch Behar-এর জেলাশাসক। সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যন্য নজির এই রাস উৎসব। আগামী ১৫দিন মদনমোহন মন্দির চত্বরে এই উৎসব চলবে। এবছর কোভিড পরিস্থিতিতে বেশ কিছু বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। প্রতিবছরের মতো মেলা এবার হচ্ছে না।
Continues below advertisement
Tags :
Ganga Snan 2020 Dev Diwali Dev Deepawali 2020 Kartik Purnima Kab Hai Tulsi Vivah Date 2020 Dev Diwali 2020 Purnima Kab Hai Dev Uthani Ekadashi Dev Uthani Ekadashi 2020 Purnima November 2020 Ekadashi 2020 Tulsi Vivah Panchetgarh Rajbari Rash Rash Festival Kartik Purnima Kartik Purnima 2020 Guru Purnima 2020 Khobor Bangla Khabar Bangla News Live News Bangla Bangla News Bangla Khabar Ajker Bangla Khabar Ajker Khobor Bengali News Live Bengali News Bangla News Live ABP Ananda Digital ABP Ananda LIVE ABP Ananda Bengali News Cooch Behar Abp Ananda