পাহাড়ে অবিরাম বৃষ্টির জের, প্লাবিত ডুয়ার্স, তিস্তায় লাল সতর্কতা জারি, দার্জিলিঙের রাস্তায় ধস
Continues below advertisement
পাহাড়ে অবিরাম বৃষ্টির জের। প্লাবিত ডুয়ার্স। তিস্তায় লাল সতর্কতা জারি। গত কয়েকদিনের বৃষ্টিতে ডুয়ার্সের আংরাভাসা নদীতে শুরু হয়েছে ভাঙন। নদী গর্ভে চলে গিয়েছে গয়েরকাটা চা বাগানের বিস্তীর্ণ এলাকা। জ্যোতির্ময় কলোনি এলাকাতেও জল ঢুকতে শুরু করেছে। জলপাইগুড়ির বানারহাটেও শুরু হয়েছে প্রবল বৃষ্টি। পাশাপাশি, ভুটান থেকে জল ছাড়ায় জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকায় জারি হয়েছে হলুদ সতর্কতা। হাতি নালার জল ঢুকে বিন্নাগুড়ি, তেলিপাড়া চা বাগান প্লাবিত হওয়ার আশঙ্কা। অন্যদিকে, আজ সকালে গজলডোবায় তিস্তা ব্যারেজ থেকে ৩ হাজার ৬৮৪ কিউমেক জল ছাড়া হয়েছে। এর ফলে দোমোহনি থেকে বাংলাদেশ পর্যন্ত তিস্তার অসংরক্ষিত এলাকায় জারি হয়েছে লাল সঙ্কেত। তিস্তার সংরক্ষিত এলাকায় হলুদ সঙ্কেত জারি হয়েছে।
দার্জিলিঙের রাস্তায় ধস। গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে। গতকাল রাতে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে, রোহিণী রোডে ধস নামে। ১২ ঘণ্টা পর খুলল রাস্তা। কাল থেকে ওই রাস্তায় বন্ধ ছিল যান চলাচল।
দার্জিলিঙের রাস্তায় ধস। গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে। গতকাল রাতে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে, রোহিণী রোডে ধস নামে। ১২ ঘণ্টা পর খুলল রাস্তা। কাল থেকে ওই রাস্তায় বন্ধ ছিল যান চলাচল।
Continues below advertisement
Tags :
Teesta River Heavy Rain In North Bengal Land Slide In Darjeeling ABP News Live Bengali Weather News ABP Ananda LIVE Heavy Rain Abp Ananda