আর জি করের বিরুদ্ধে রোগীকে প্রত্যাখ্যানের অভিযোগ! বাড়ি ফিরেই মৃত্যু বৃদ্ধের
Continues below advertisement
বেলেঘাটা আইডি, কলকাতা মেডিক্যাল কলেজের পর এবার আর জি করের বিরুদ্ধে রোগী প্রত্যাখ্যানের অভিযোগ। চিকিৎসা না পেয়ে স্বামীকে নিয়ে ফিরে যেতে বাধ্য হন স্ত্রী। বাড়ি ফেরার পরেই মৃত্যু হয় ৭৫ বছরের বৃদ্ধের। এমনই চাঞ্চল্যকর অভিযোগ গোয়াবাগানের বাসিন্দা মহিলার। উত্তর কলকাতার গোয়াবাগানের বাসিন্দা বৃদ্ধ খগেন্দ্রনাথ তিন দিন ধরে পেটের অসুখে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রবিবার দুপুরে অটো ভাড়া করে তাঁকে আর জি কর হাসপাতালে নিয়ে যান স্ত্রী। অভিযোগ, শত অনুরোধ করেও মেলেনি সাহায্য। এমারজেন্সিতে গেলেও পাননি ন্যূনতম সাহায্য।
Continues below advertisement
Tags :
Patient Harasement ABP News Live Bengali R.G.Kar Hospital North Kolkata ABP Ananda LIVE Corona In Bengal Corona Fear Corona Abp Ananda