Road Accidents: চন্দ্রকোনা ও রঘুনাথপুরে পৃথক দুর্ঘটনায় মৃত ৩
Continues below advertisement
West Mednipore-এর চন্দ্রকোনায় মোটরবাইক দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত ২ যুবক। গতকাল রাতে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, ঘাটাল থেকে চন্দ্রকোনা যাওয়ার পথে ডাকবাংলো এলাকায় মোটরবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ল্যাম্পপোস্টে ধাক্কা মারে। মোটরবাইকে তিনজন আরোহী ছিলেন। ঘটনাস্থল থেকে পুলিশ দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষণা করা হয়। অপর জন পালিয়ে যান।
অন্যদিকে পুরুলিয়ার রঘুনাথপুরে পথ দুর্ঘটনায় এক হকারের মৃত্যু হয়। স্থানীয় সূত্রে খবর, আজ সকাল ৯টা নাগাদ ট্রাকের সঙ্গে সাইকেল আরোহী ওই হকারের ধাক্কা লাগে। ট্রাকটিকে আটক করেছে পুলিশ। ট্রাকের চালক ও খালাসি পলাতক।
Continues below advertisement
Tags :
করোনা পাশবালিশ ABP Ananda ‘ Chandrakona Raghunathpur ABP Ananda LIVE Road Accident Abp Ananda Death