Satabdi Roy: 'তৃণমূূলের সঙ্গেই আছি', Avishek Banerjee সঙ্গে বৈঠকের পর সুর নরম শতাব্দীর

Continues below advertisement
সকাল থেকে সন্ধ্যা। পাল্টে গেল শতাব্দী এক্সেপ্রেসর রুট। আপাতত দেখে মনে হল দিল্লিমুখী শতাব্দী এক্সপ্রেসকে কলকাতার দিকে ঘুরিয়ে দিলেন পুরনো বন্ধু কুণাল ঘোষই (Kunal Ghosh)। বৃহস্পতিবার শতাব্দী রায়ের ফ্যান ক্লাবের ফেসবুক ওয়ালে একটি পোস্ট ঘিরে শুরু হয় জল্পনা। ২৪ ঘণ্টার মধ্যে শুক্রবার সকালে দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বীরভূমের তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী রায় (Satabdi Roy)। সেই সঙ্গে তাঁর বিজেপিতে (BJP) যোগদানের সম্ভাবনাও প্রকট হয়ে ওঠে। এমন কী দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সভাপতি অমিত শাহের (Amit Shah) সঙ্গে বৈঠকের সম্ভাবনাও শুক্রবার সকালে উড়িয়ে দেননি বীরভূমের তৃণমূল সাংসদ। এরপরই শতাব্দীর মানভঞ্জনে নেমে পড়ে তৃণমূল নেতৃত্ব। ফোনে তাঁর সঙ্গে কথা বলেন সৌগত রায় (Saugata Roy)। শতাব্দী রায়কে নিয়ে সোজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে চলে যান কুণাল ঘোষ। তিনজনের মধ্যে প্রায় আধঘণ্টা কথা হয়। এরপরই শতাব্দীর সুর বদলে যায়।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram