'বাংলায় ওয়েইসির বৈঠক কোনও প্রভাব ফেলবে না' ফুরফুরা শরিফে আব্বাস সিদ্দিকীর সঙ্গে Asaduddin Owaisi-র বৈঠক প্রসঙ্গে বললেন Saugata Roy

Continues below advertisement
বাংলায় পা রাখলেন মিম প্রধাম আসাউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi)। ফুরফুরা শরিফে গিয়ে দেখা করলেন আব্বাস সিদ্দিকীর সঙ্গে। এরপর সাংবাদিক বৈঠক করলেন তিনি। সেখানে তিনি বলেন, 'বাংলায় দলের কাজ শুরু হয়ে গেছে। ফুরফুরা শরিফে আব্বাসউদ্দিনের নেতৃত্বে এগিয়ে যাব। আব্বাসউদ্দিনের পাশে থাকবে মিম।' ওয়েলি-সিদ্দিকীর সাক্ষাৎ ঘিরে শুরু হয়েছে জল্পনা। তবে ওয়েসির সফরকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল (TMC)। এই বিষয় তৃণমূল নেতা সৌগত রায় (Saugata Roy) বলেন, 'আসাউদ্দিন ওয়েইসি যে পশ্চিমবঙ্গে আসবেন তা আগেই ঘোষণা করেছিলেন। আব্বাস সিদ্দিকীর সঙ্গে বৈঠকটি নতুন বিষয়। হয়তো ওয়াইসি বুঝতে পেরেছেন বাংলায় ওঁনার কোনও প্রভাব খাটবে না। তার কারণ বাংলায় উর্দুভাষী মুসলমানের সংখ্যা কম। উনি এখন ফুরফুরার পীর সাহেবের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। তবে আমার মনে হয় এতে সামগ্রীক কোনও প্রভাব পড়বে না। কারণ মানুষ বোঝে ওয়েইসি বিজেপির (BJP) হয়ে ভোট কাটার দায়িত্ব পালন করেন। অমিত শাহের (Amit Shah) নির্দেশে চলেন। তাঁকে সমর্থন করা মানে শেষ পর্যন্ত বিজেপিকে সমর্থন করা। পশ্চিমবঙ্গের মুসলমানরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নিরাপদ রয়েছে ও ভালো রয়েছে। আমার বিশ্বাস এবং আশা তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ও তৃণমূল কংগ্রেসের (TMC) থাকবেন। আমি বাংলার মুসলমানদের আহ্বান করছি ওয়েইসিকে সামগ্রীকভাবে প্রত্যাখান করতে।'
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram