Abbas Siddiqui: নতুন দলের ঘোষণা, তৃণমূল-বিজেপিকে আক্রমণ আব্বাস সিদ্দিকির, নতুন খেলোয়াড়, কটাক্ষ সৌগতর

Continues below advertisement
রাজনীতির ময়দানে নিজের দল নামিয়েই তৃণমূল-বিজেপিকে একসঙ্গে নিশানা করলেন ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকি। কয়েকদিন ধরেই কখনও আসাদউদ্দিন ওয়েসির মিম, কখনও কংগ্রেসের সঙ্গে বৈঠক করে জল মাপছিলেন আব্বাস। অবশেষে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে, নিজের দল ঘোষণা করলেন ফুরফুরা শরিফের পীরজাদা। নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। 
সম্প্রতি আব্বাসের দলের সঙ্গে বাংলার ভোটে জোটের ঘোষণা করেছিলেন মিমের প্রধান আসাদউদ্দিন ওয়েসি। তেসরা জানুয়ারি ফুরফরা শরিফে এসে আব্বাসের প্রতি আস্থার কথাও জানান ওয়েসি। এই প্রেক্ষিতে, তৃণমূলের দাবি, সম্প্রতি বিহার কিংবা তার আগে উত্তরপ্রদেশে মিম যেভাবে সংখ্যালঘু ভোট কেটে বিজেপির সুবিধা করে দিয়েছে, এরাজ্যে আব্বাস সিদ্দিকিও সেই উদ্দেশেই দল নামাচ্ছেন।
ভাইপো আব্বাসের রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্তে ক্ষোভ লুকিয়ে রাখেননি ত্বহা সিদ্দিকি।
এদিকে, কংগ্রেস নেতৃত্বের সঙ্গেও আব্বাস সিদ্দিকি একাধিকবার আলোচনায় বসেছেন। সূত্রের খবর, সোমেন মিত্রের ছেলে রোহনের সঙ্গে বৈঠক করেছেন আব্বাস। কংগ্রেসের তরফে আব্বাসের সঙ্গে বৈঠক করেছেন বিরোধী দলনেতা আব্দুল মান্নানও। 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram